• এসআইআররের চাপে রাজ্যে অসুস্থ আরও এক বিএলও
    বর্তমান | ০৪ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: কাজের চাপে হাওড়ার ডোমজুড়ে অসুস্থ হলেন আরও এক বিএলও। তাঁর নাম ওয়াসিম পারভেজ। বাঁকড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

    জানা গিয়েছে, বাঁকড়া ইসলামিয়া প্রাথমিক স্কুলের শিক্ষক ওয়াসিম। বাড়ি কৃষ্ণনগরের ধুবুলিয়ায়। এখানে তিনি ভাড়া বাড়িতে একাই থাকেন। স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা। নিজের শারীরও ভালো নয়। যে কারণে মানসিকভাবে চাপে ছিলেন ওই বিএলও। বুধবার রাতে ডেটা এন্ট্রির কাজ করার সময় আচমকা মাথা ঘুরে পড়ে যান তিনি। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। 

    হাসপাতালের বিছানায় শুয়ে ওয়াসিম বলেন, ‘একমাস ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ নেই। এই চাপ আর নিতে পারছি না। আত্মহত্যা করার মতো অবস্থা হয়েছে আমার।’
  • Link to this news (বর্তমান)