ইন্ডিগোয় বোমাতঙ্ক! মদিনা থেকে হায়দরাবাদগামী বিমানের জরুরি অবতরণ আহমেদাবাদে
প্রতিদিন | ০৪ ডিসেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে মহাবিপর্যয়ের মুখে ইন্ডিগো এয়ারলাইন্স। টানা দু’দিন ধরে ভয়াবহ অপারেশনাল সমস্যায় জর্জরিত দেশের সবচেয়ে বড় বিমান সংস্থা। এর মাঝেই বোমাতঙ্ক। সৌদি আরবের মদিনা থেকে হায়দ্রাবাদ্গামী বিমানের জরুরি অবতরণ আহমেদাবাদে।
বৃহস্পতিবার সৌদি আরবের মদিনা থেকে তেলেঙ্গানার হায়দ্রাবাদগামী বিমান ৬ই ০৫৮-এ বোমা হামলার হুমকির কথা জানা যায়। এরপরেই আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বিমানটিতে ১৮০ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন।
পুলিশের ডেপুটি কমিশনার অতুল বনসল জানিয়েছেন, আহমেদাবাদের বিমানবন্দরে নির্বিঘ্নে অবতরণ করেছে বিমানটি। দুপুর ১২.৩০ মিনিট নাগাদ বিমানটি নামে। সব যাত্রী এবং ক্রুদের বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। বনসল বলেন, ‘বিমানটি মদিনা থেকে হায়দ্রাবাদ যাওয়ার সময় ইন্ডিগো একটি ইমেল পায়। সেখানে দাবি করা হয় বিমানটিতে বোমা রাখা আছে। আহমেদাবাদ সবথেকে কাছের বিমানবন্দর হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইলট এখানে অবতরণের সিদ্ধান্ত নেন।’
বিমানটি অবতরণের পরেই সেখানে পৌঁছায় স্থানীয় পুলিশ। সিআইএসএফ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরকে সাহায্য করে তাঁরা। যদিও, বিমানটিতে সন্দেহজক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে, বৃহস্পতিবার দিল্লি, মুম্বই, হায়দরাবাদ-সহ দেশের একাধিক শহর থেকে অসংখ্য বিমান বাতিল করেছে ইন্ডিগো। এর ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। জানা গিয়েছে, এদিন সকালে দিল্লি থেকে বাতিল হয়েছে ইন্ডিগোর অন্তত ৩০টি বিমান। একই অবস্থা হায়দরাবাদেরও। সেখান থেকে মোট ৩৩টি উড়ান বাতিল করেছে বিমান সংস্থাটি। গোটা ঘটনায় পদক্ষেপ করেছে অসামরিক বিমান চলাচল নিয়ামক সংস্থা (ডিজিসিএ)। ইতিমধ্যেই তারা ইন্ডিগোর কর্তাদের সমন পাঠিয়েছে বলে খবর।
এদিকে এই বিমান সংস্থার অনটাইম পারফরম্যান্স নামতে নামতে ৩৫ শতাংশে নেমে গিয়েছে। ২ ডিসেম্বর মাত্র ৩৫ শতাংশ এবং ১ ডিসেম্বর ৪৯.৫ শতাংশ ফ্লাইট সময়মতো উড়েছে। দেশের সবচেয়ে বড় এয়ারলাইন্সের এই পারফরম্যান্সে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। বুধবার দেশের একাধিক বিমানবন্দর থেকে সব মিলিয়ে ২০০ উড়ান বাতিল করে ইন্ডিগো।