• স্টার্টআপে লক্ষ্মী লাভ, যোগীর উৎসাহে তরতরিয়ে এগিয়ে চলেছে মহিলাদের স্বনির্ভর প্রতিষ্ঠান
    প্রতিদিন | ০৪ ডিসেম্বর ২০২৫
  • হেমন্ত মৈথিল, লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্টার্টআপ কর্মজগতের অগ্রগতিতে বিশেষ উৎসাহ দিচ্ছেন। ইতিমধ্যেই নজর কেড়েছেন বুন্দেলখণ্ডের নারী উদ্যোক্তারা। শিভানী বুন্দেলার কুল (বরই) দিয়ে তৈরি পণ্য দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে। একই সঙ্গে নীলম সারেঙ্গীর স্ক্র্যাপ আর্টও ব্যাপক পরিচিতি পেয়েছে। এই দুটি উদ্যোগই সরকারের সহযোগিতায় নিজেদের প্রতিষ্ঠা করেছে।

    ঝাঁসির বাসিন্দা শিভানী বুন্দেলা। তিনি কুল থেকে বিভিন্ন পণ্য তৈরি করেন। কুল থেকে জুস, জ্যাম, চকোলেট ও টফি তৈরি করেছেন। সম্প্রতি তিনি কুলের স্ন্যাকসও বাজারে এনেছেন। তার এই উদ্যোগ ‘অ্যাব্রোসা’ নামে পরিচিত।

    শিভানী ঝাঁসি স্মার্ট সিটি থেকে সাহায্য পেয়েছেন। উদ্যানপালন বিভাগ ও এমএসএমই থেকেও সহযোগিতা মিলেছে। তার স্টার্টআপ জি২০ শীর্ষ সম্মেলনের গিফটিং পার্টনার হয়েছিল। তিনি প্রায় ২৫০ জন কৃষকের কাছ থেকে কুল কেনেন। তার উদ্যোগে ২০ জন মহিলার কর্মসংস্থান হয়েছে। তিনি ইউপি ইন্টারন্যাশনাল ট্রেড শো-তে অংশ নিয়েছেন। ইউএনইপি (UNEP)-এর অধীনে কৃষি বনায়ন প্রচারের দায়িত্বও পেয়েছেন।

    অন্যদিকে নীলম সারেঙ্গীর উদ্যোগের নাম ‘বেকার কে আকার’। বাতিল বস্তু দিয়ে আকর্ষণীয় জিনিস তৈরি করাই তাঁর কাজ। ঝাঁসি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সঙ্গে তিনি কাজ করেছেন। স্বচ্ছ ভারত অভিযানে পার্কগুলিতে সুন্দর ইনস্টলেশন তৈরি করেছেন। এই কাজের জন্য যোগী সরকার তাঁকে ‘নবদেবী পুরস্কারে’ সম্মানিত করেছেন।

    নীলম এখন স্বনির্ভর গোষ্ঠীভুক্ত মহিলাদের প্রশিক্ষণ দিচ্ছেন। শিভানী ও নীলম দুজনেই সরকারের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের উদ্যোগগুলি মহিলাদের স্বনির্ভর হতে সাহায্য করছে।
  • Link to this news (প্রতিদিন)