‘চাপে নতিস্বীকার করার পাত্র নন’, ভারত সফরের আগেই মোদির প্রশংসায় পঞ্চমুখ পুতিন
প্রতিদিন | ০৪ ডিসেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “চাপের মুখে নতিস্বীকার করার পাত্র নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।” এই ভাষাতেই ভারত সফরের প্রাক মুহূর্তে মোদির প্রশংসা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে মার্কিন শুল্ক নিয়ে প্রশ্ন করায় দৃঢ়চেতা মোদিকে প্রশংসায় ভরিয়ে দেন পুতিন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতে পৌঁছবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin’s India Visit)। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এবং অপারেশন সিঁদুরের পরে পুতিনের প্রথমবারের ভারত সফর একাধিক কারণে তাৎপর্যপূর্ণ। দু’দিনের সফরে প্রতিরক্ষা, বাণিজ্য, শক্তি, কর্মসংস্থান এবং রুশ-ইউক্রেন যুদ্ধে ভারতের কূটনৈতিক অবস্থান ইত্যাদি বিষয়ে কথা হবে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নৈশভোজেরও কথা রয়েছে রুশ প্রেসিডেন্টের।
ভারত সফরে ‘বন্ধু’ মোদির সঙ্গে একাধিক ক্ষেত্রে ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে জানিয়েছেন পুতিন। আরও জানান, মহাকাশ গবেষণা, পরমাণুশক্তি, জাহাজ নির্মাণ, বিমান নির্মাণ-সহ একাধিক ক্ষেত্রে ভবিষ্যতের স্বার্থে ভারত এবং রাশিয়া একসঙ্গে কাজ করছে। ভারত এবং রাশিয়া কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়েও আলোচনা করবে জানান তিনি। মোদির প্রশংসা করে বলেন, গোটা বিশ্ব ভারতের দৃঢ় অবস্থান দেখছে। “জাতি তাঁর (মোদির) নেতৃত্বের গর্ব করতে পারে।” ভারতের আর্থিক বৃদ্ধির প্রসঙ্গ টেনেও নমোকে প্রশংসায় ভরান রুশ প্রেসিডেন্ট। বলেন, “দেশের অর্থনীতি ৭.৭ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। এটা প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বের একটি সাফল্য।”
সূত্রের খবর, মূলত যে বিষয়গুলি নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হতে চলেছে, সেগুলি হল বাণিজ্য ঘাটতি কমানো, জনশক্তি গতিশীলতা চুক্তি চূড়ান্ত করা, মুক্ত বাণিজ্য চুক্তি, ভারত-রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের সম্প্রসারণ, প্রতিরক্ষা চুক্তি, তেল-কূটনীতি নিয়ে আলোচনা, এস-৪০০ ও সুখোই এসইউ-৫৭, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা।