এখনও এনুমারেশন ফর্ম ভরেননি মমতা! মুর্শিদাবাদের জনসভায় কারণ জানালেন ‘দিদি’
প্রতিদিন | ০৪ ডিসেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় এনুমারেশন ফর্ম বিতরণ প্রায় শেষ পর্যায়ে। শুরু হয়েছে সার্ভারে আপলোডের কাজ। যা নিয়ে রয়েছে একাধিক অভাব-অভিযোগ! কিন্তু এখনও পর্যন্ত নিজের এনুমারেশন ভরলেন না মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সে কথা মুর্শিদাবাদের সভা থেকে নিজেই জানালেন তিনি। এমনকী কেন তা ভরেননি তাও জানান তৃণমূল সুপ্রিমো।
এসআইআর (SIR) আবহে আজ বৃহস্পতিবার বহরমপুর স্টেডিয়ামে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে একদিকে যেমন এসআইআর নিয়ে মানুষকে অভয়বার্তা দেন, অন্যদিকে দিল্লির বিজেপি সরকারকেও একহাত নেন। মুখ্যমন্ত্রী বলেন, ”বাংলাবিদ্বেষী বিজেপি। বাংলায় কথা বললেই ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে।” শুধু তাই নয়, রাজ্যে এসআইআর আবহে ৪০ জনের মৃত্যু হয়েছে বলে এদিন ফের জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, ”আমি এখনও নিজের নাম তালিকায় তুলিনি। যতক্ষণ না পর্যন্ত সকলের নাম উঠছে, ততক্ষণ আমি নিজের নাম তুলব না।” তৃণমূল নেত্রীর কথায়, ”আমি কথা দিলে কথা রাখি।”
বলে রাখা প্রয়োজন, বাংলায় এসআইআর ঘোষণার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এনুমারেশন ফর্ম নিয়ে পৌঁছান বিএলও। খোদ মুখ্যমন্ত্রী সেই ফর্ম নেন বলে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়। যদিও সেই ‘মিথ্যাচার’ নিজের উড়িয়ে দেন বাংলার প্রশাসনিক প্রধান। স্পষ্ট জানান, নিজে ফর্ম পূরণ করেননি। এমনকী যতক্ষণ না পর্যন্ত বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, ততক্ষণ নিজে ফর্ম পূরণ করবেন না বলেও জানান মুখ্যমন্ত্রী। এই বিষয়ে সোশাল মিডিয়াতেও বার্তা দেন। এদিন ফের একবার বহরমপুরের সভা থেকে সেই বক্তব্যই শোনা গেল মুখ্যমন্ত্রীর বক্তব্যে।
অন্যদিকে এদিন ফের এসআইআর নিয়ে মানুষকে ভয় না পাওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ”এসআইআর নিয়ে ভয় পাবেন না। নথিগুলি জমা দিন।” তবে বাংলায় এসআইআর করতে না দিলে বিজেপি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করত বলেও এদিন চাঞ্চল্যকর দাবি করেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে সরাসরি অমিত শাহকেও একহাত নেন তিনি।