• নতুন বছর নতুন প্রকল্প! ডায়মন্ড হারবার মডেলে এবার বারাকপুরেও ‘সেবাশ্রয়’
    প্রতিদিন | ০৪ ডিসেম্বর ২০২৫
  • স্টাফ রিপোর্টার: ছাব্বিশের ভোটের আগে নতুন বছর নতুন পরিষেবা পেতে চলেছেন বারাকপুরবাসী। আমজনতাকে নিখরচায় চিকিৎসা দিতে ডায়মন্ড হারবার মডেলে এবার বারাকপুর সংসদীয় এলাকাতেও শুরু হবে ‘সেবাশ্রয়’। জানা গিয়েছে, আগামী ৫ জানুয়ারি বারাকপুরে সংসদীয় এলাকার অন্তর্গত বীজপুর বিধানসভার হালিশহর থেকে ‘বারাকপুর সেবাশ্রয়’-এর শিবির চালু হবে।

    পরবর্তীতে সংসদীয় কেন্দ্রের বাকি ৬টি বিধানসভাতেও এই শিবির অনুষ্ঠিত হবে। বুধবার এই ঘোষণা করলেন বারাকপুরের তৃণমূল সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmick)। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন হিসাবে আমরা ৫ জানুয়ারি পালন করে থাকি। ওই দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দেখানো পথে বারাকপুরে সেবাশ্রয় চালু হবে।” পার্থ আরও জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারকে অনুসরণ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে ৫ জানুয়ারি বারাকপুরে শুরু হচ্ছে সেবাশ্রয়। এসময় বারাকপুরের সাংসদের পাশে ছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী।

    উল্লেখ্য, ছাব্বিশের আগে ফের ডায়মন্ড হারবারে শুরু হয়েছে ‘সেবাশ্রয়’। ১ ডিসেম্বর থেকে জনস্বাস্থ্য পরিষেবায় ওই প্রকল্প চালু হয়েছে। ডায়মন্ড হারবারের অন্তর্গত মহেশতলা থেকে তার উদ্বোধন করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাত্র ২ দিনেই উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে সেই স্বাস্থ্য শিবির, যার খতিয়ান সামনে এনে উচ্ছ্বসিত ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘জনস্বাস্থ্য পরিষেবায় মানুষই যে আসল তার প্রমাণ ফের দিতে শুরু করেছে সেবাশ্রয় ২। মানুষের পরিষেবা এখানে নিশ্চিত। সকলের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার।’ এবার সেই আদলে বারাকপুরে শুরু হচ্ছে ‘সেবাশ্রয়’।
  • Link to this news (প্রতিদিন)