বিক্রম রায়, কোচবিহার: রাতে পাচারের চেষ্টা! বিএসএফ জওয়ানরা বাধা দিলে পালটা হামলা! আত্মরক্ষার্থে পালটা গুলি করেন বিএসএফের জওয়ানরা। তাতে মৃত্যু হয়েছে এক চোরাকারবারীর। বুধবার গভীররাতে ঘটনাটি ঘটেছে মাথাভাঙার ভারত-বাংলাদেশে সীমান্তে। বিএসএফের দাবি, দুষ্কৃতী হামলা চালালে তাঁরা পালটা গুলি ছোড়ে।
মৃতের নাম সবুজ হাসান। বয়স ২৯ বছর। সে বাংলাদেশের লালমনিরহাট জেলার বাসিন্দা। জানা গিয়েছে, মাথাভাঙা এক ব্লকের বৈরাগীরহাট পঞ্চায়েতের চেনাকাটা সীমা চৌকি দিয়ে সবুজ অনুপ্রবেশের চেষ্টা করে। পাচারকারী সীমান্তের কাঁটাতার টপকানোর চেষ্টা করলে তা নজরে পড়ে টহলরত বিএসএফ জওয়ানদের। তারা চোরাপাচারকারীকে বাধা দেয়। অভিযোগ সেই সময়, পালটা জওয়ানদের লক্ষ্য করে হামলা চালায় ওই পাচারকারী। আত্মরক্ষার্থে গুলি চালাতে হয় জওয়ানদের। তাতেই সুবজের মৃত্যু হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান জওয়ানরা। চিকিৎসকরা জানায় আগেই মৃত্যু হয়েছে তার।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় নদিয়ার কৃষ্ণগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণে সোনার বিস্কুট-সহ এক পাচারকারীকে আটক করে ৩২ ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা। কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার করেন জওয়ানরা। গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চলে। তাতেই সাফল্য মেলে। ধৃতকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে জওয়ানরা