সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উচ্চমাধ্যমিক পরীক্ষার ফি নিয়ে এবার সোশাল মিডিয়ায় বাকযুদ্ধে জড়ালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ও বিরোধী দলনেতা। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে পোস্ট করে শুভেন্দু অধিকারী লেখেন, ‘শিক্ষা অবৈতনিক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনো না কোনো ভাবে ফন্দি এঁটে ছাত্র ছাত্রীদের থেকে ঠিক পয়সা উসুল করার ধান্দা করবেই করবে!’
দীর্ঘ পোস্টে শুভেন্দু ওই ফি নিয়ে নানা কথা লিখেছেন, যা ‘অপপ্রচার’ বলে দাবি রাজ্য সরকারের। এর জবাব দিতে পালটা সিবিএসই-র নথি সোশাল মিডিয়ায় তুলে ধরলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর অভিযোগ, ‘বিরোধী দলনেতা তাঁর চিরাচরিত ঢঙে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন।’
গত সপ্তাহে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রতিটি সেমেস্টার পরীক্ষায় বসার ফি বেঁধে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। স্কুলগুলি সেমেস্টার পিছু পরীক্ষার্থীদের থেকে সর্বোচ্চ ৭০ টাকা নিতে পারবে। গত শুক্রবার সংসদ এই নির্দেশিকা জারি করেছিল। আসলে চলতি বছর থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রম সেমেস্টার ভিত্তিক করা হয়েছে। সেমেস্টার পিছু কয়েকটি স্কুলের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। সেই অভিযোগ পাওয়ামাত্রই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কড়া সিদ্ধান্ত নিয়েছে নির্দিষ্ট ফি বেঁধে দিয়ে।
কিন্তু এরপরও বিরোধী দলনেতার এনিয়ে দীর্ঘ পোস্ট কার্যত পড়ুয়া-অভিভাবকদের বিভ্রান্তি করার জন্য বলেই মনে করছেন শিক্ষামন্ত্রী। সোশাল মিডিয়ায় পালটা তিনি পোস্ট করেছেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবং CBSE বোর্ডের দ্বাদশ শ্রেণির ফি সংক্রান্ত নোটিস। তাতে তুলনা করা অনেক সহজ যে কোন বোর্ড বেশি ফি নিচ্ছে।
এক্স হ্যান্ডেল ব্রাত্য লিখেছেন, ‘বিরোধী দলনেতা তাঁর চিরাচরিত ঢঙে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন উচ্চমাধ্যমিকের পরীক্ষার ফী নিয়ে। ওনার জ্ঞাতার্থে কেন্দ্রীয় সরকারে অধীন CBSE বোর্ডের ২০২৫-এর পরীক্ষার ফি-র নোটিশটা দিলাম। রাজ্য সরকার বিনামূল্যেই সকলের পড়াশুনো চালায়! এর সঙ্গে সঙ্গে সভাপতি, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রেস বিজ্ঞপ্তিও সংযুক্ত করলাম সবার জ্ঞাতার্থে যাতে সত্য মিথ্যা সকলের সামনে পরিষ্কার হয়ে যায়। বিভ্রান্তিমূলক অপপ্রচার বন্ধ হোক।’