অর্ণব আইচ: খাস কলকাতায় খুন! নিজের বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবক। দেহে একাধিক আঘাতের চিহ্ন। তাঁকে একাধিকবার ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে অনুমান। ঘটনাটি ঘটেছে, মুচিপাড়া থানা এলাকার ২৫ নম্বর শশীভূষণ দে স্ট্রিটে। মৃতের স্ত্রীকে আটক করেছে পুলিশ।
মৃত যুবকের নাম অশোককুমার দাস। বয়স ৪৮ বছর। তিনি মুচিপাড়ার বাসিন্দা। মঙ্গলবার রাতে তাঁকে ২৫ নম্বর শশীভূষণ দে স্ট্রিটের বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। অনুমান, মঙ্গলবার রাত ৯ থেকে ১১টা ৫৫ মিনিটের মধ্যে অশোককে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। দেহ ময়ানতদন্তে পাঠায় পুলিশ। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর দেহে গভীর আঘাতের জেরে মৃত্যু হয়েছে অশোকের। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে মৃতের স্ত্রীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃতের পরিবার থেকে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে অশোককে খুন করা হয়েছে তা নিয়ে ধোঁয়াশা। দাম্পত্য কলহে তিনি খুন হয়েছেন কিনা, সেই দিকটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।