• বারাসত স্টেশন চত্বর থেকে উদ্ধার প্রচুর ভোটার-আধার কার্ড, শোরগোল এলাকায়
    এই সময় | ০৫ ডিসেম্বর ২০২৫
  • রাজ্যে SIR-এর কাজের প্রথম পর্যায় এখনও সম্পন্ন হয়নি। জেলায় জেলায় এনিউমারেশন ফর্ম ডিজিটাইজ়েশনের কাজ চলছে। এর মাঝেই বৃহস্পতিবার সন্ধ্যায় বারাসত স্টেশন চত্বর থেকে মিলল প্রচুর ভোটার ও আধার কার্ড। কী ভাবে সেখানে ওই কার্ডগুলি? কার্ডগুলি কি বৈধ? শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

    স্থানীয় বাসিন্দারা প্রথমে লক্ষ্য করেন ভ্যাটের পাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এমনকী কয়েকটি এটিএম কার্ডও। এর পরেই খবর দেওয়া হয় জিআরপি-কে। খবর পেয়ে জিআরপি ঘটনাস্থলে পৌঁছে সমস্ত কার্ড ও পরিচয়পত্রগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঠিক কী ভাবে গুরুত্বপূর্ণ এই ব্যক্তিগত নথিপত্র রেললাইন সংলগ্ন ভ্যাটের ধারে এসে পড়ল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

    জিআরপি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া কার্ডগুলি কার কার এবং সেগুলি কীভাবে এখানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। এমনকি এই পরিচয়পত্র আসল নাকি ভুঁয়ো সে বিষয়েও খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে বারাসাত স্টেশন চত্বরে। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এগুলোকে দেখে ভুয়ো কার্ড মনে হচ্ছে। নিশ্চয়ই কেই নিজের কার্ড এখানে ফেলে যাবে না। জিআরপি এসে এগুলি নিয়ে গিয়েছে। আমরা চাইছি সঠিক তদন্ত করে দেখা হোক।’

    স্থানীয় বিজেপি নেতা প্রদীপ চট্টোপাধ্যায় বলেন, ‘এখানে সরকার থেকেই প্রচুর বাংলাদেশিদের এই ধরনের ভুয়ো কার্ড করে দেওয়া হয়েছে। সেরকমই কিছু জাল কার্ড এখানে পড়ে থাকতে পারে। আমরা এই ঘটনার উপযুক্ত তদন্তের দাবি করছি।’

  • Link to this news (এই সময়)