• আলপিন গিলে প্রাণসংশয়! কলকাতা মেডিক্যালে অসাধ্য সাধন
    আজকাল | ০৫ ডিসেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: খেলার ছলে আলপিন গিলে ফেলেছিল ৭ বছরের এক নাবালিকা। জরুরি অস্ত্রোপচারে রাজ্যের সরকারি হাসপাতালে বাঁচল প্রাণ। কলকাতা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের ইএনটি বিভাগের চিকিৎসকরা ১৫ মিনিটের মধ্যে পিনটি বের করে আনেন। দেরি হলেই ওই নাবালিকার প্রাণ সংশয় হতে পারত বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

    এবিষয়ে ইএনটি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ দীপ্তাংশু মুখোপাধ্যায় বলেন, "ওই নাবালিকার বয়স ৭ বছরের কাছাকাছি। বাড়ি হাওড়ার শিবপুর এলাকায়। বৃহস্পতিবার দুপুর ২ টো নাগাদ পিনটি যখন সে মুখে নিয়েছিল তখন কোনোভাবে সেটা গিলে ফেলে। পিনটি খাদ্যনালীর মধ্যে না গিয়ে শ্বাসনালীর ভিতর ঢুকে যায়। কিছুক্ষণ পরেই তার কাশি শুরু হয়। বুকে ব্যাথা হতে শুরু করে। তার পরিবারের পক্ষ থেকে সময় নষ্ট না করে তাকে নিয়ে আসে কলকাতা মেডিক্যাল কলেজে। এমার্জেন্সি থেকে বাচ্চাটিকে পাঠিয়ে দেওয়া হয় ইএনটি বিভাগে। সেখানে এক্স রে করে দেখা যায় পিনটি তার গলার শ্বাসনালীর ভিতর ঢুকে রয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে আমরা সঙ্গে সঙ্গে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়ে ফেলি।" 

    এরপর শিশুটিকে সম্পূর্ণ অচেতন করে অস্ত্রোপচার শুরু করেন চিকিৎসকরা। ডাঃ দীপ্তাংশু জানিয়েছেন, "ফরসেপ দিয়ে ধরে পিনটি শ্বাসনালীর ভিতর থেকে বের করে নিয়ে আসা হয়। এক্ষেত্রে যেটা হতে পারত সেটা হল কোনোভাবে যদি পিনটি ফুসফুসের ভিতর ঢুকে পড়ত তবে বাচ্চাটির প্রাণ সংশয়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারত। গোটা এই অস্ত্রোপচারে সময় লেগেছে ১৫ মিনিটের কাছাকাছি। আপাতত রোগী ভালো আছে এবং তাকে সাধারণ শয্যায় দেওয়া হয়েছে।" অস্ত্রোপচারে ডাঃ দীপ্তাংশু ছাড়াও ছিলেন ইএনটি বিভাগের জুনিয়র রেসিডেন্ট ডাঃ শুভজিৎ মুখার্জি ও সোমদত্তা ঘাঁটী। ছিলেন অ্যানাস্থেসিয়া বিভাগের ডাঃ রবীন্দ্রনাথ মণ্ডল এবং ডাঃ সুমিত গোস্বামী।
  • Link to this news (আজকাল)