নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআরের চাপে অসুস্থ হয়ে একাধিক বিএলও-র মৃত্যু হয়েছে বাংলায়। অভিযোগ, তারপরও টনক নড়েনি নির্বাচন কমিশনের। ফলে মৃত বিএলও-দের পরিবারকে আর্থিক সাহায্যের দাবি জানিয়ে এবার কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের সামনে বিক্ষোভ দেখাল বিএলও অধিকার রক্ষা কমিটি। আজ, বৃহস্পতিবার সকাল থেকে দফতরের সামনে বসে তাঁরা স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের দাবি, বিএলও-দের উপরে জোর করে ডেটা এন্ট্রির কাজ চাপিয়ে দিচ্ছে কমিশন। অবিলম্বে এই কাজ বন্ধ করতে হবে।এদিন বিক্ষোভকারীরা কমিশনের দফতরের ভিতরে ঢুকতে গেলে বাধা দেয় পুলিশ। ধস্তাধস্তি বেঁধে যায়। অন্যদিকে, কাজের চাপে হাওড়ার ডোমজুড়ে অসুস্থ হয়ে পড়েছেন আরও এক বিএলও। নাম ওয়াসিম পারভেজ। বর্তমানে বাঁকড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। জানা গিয়েছে, ওই বিএলও মানসিকভাবেও কিছুটা চাপে ছিলেন। গতকাল অর্থাৎ বুধবার রাতে ডেটা এন্ট্রির কাজ করার সময় আচমকাই মাথা ঘুরে পড়ে যান। এরপরই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।