• মোদির বারাণসীতে সেক্স র‌্যাকেট! স্পা’য়ের আড়ালে দেহব্যবসা, কাঠগড়ায় বিজেপি নেত্রী
    প্রতিদিন | ০৫ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্পা সেন্টারের আড়ালে দেহব্যবসা। ফ্ল্যাটেই চলছিল যৌনচক্র। তাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে। কাঠগড়ায় আবার বিজেপিরই এক নেত্রী। নাম শালিনী যাদব। যিনি আবার একসময় লড়েছিলেন প্রধানমন্ত্রীরই বিরুদ্ধে।

    গত সোমবার রাতে বারাণসীর একটি ফ্ল্যাটে হানা দিয়ে বড়সড় যৌনচক্রের হদিশ পেয়েছে পুলিশ। ওই ফ্ল্যাট থেকে ন’জন মহিলা এবং চার যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, এই ফ্ল্যাটে রমরমিয়ে চলছিল সেক্স র‍্যাকেট। স্পা-য়ের আড়ালে রমরমিয়ে দেহব্যবসা চালানো হচ্ছিল। পুলিশ সূত্রের খবর, উত্তরপ্রদেশের বিভিন্ন জেলা থেকে মহিলারা আসতে ওই ফ্ল্যাটে। সেখানে বেশ কিছু আপত্তিকর জিনিসপত্র পাওয়া গিয়েছে। বিরোধীদের অভিযোগ, এই গোটা চক্রের নেপথ্যে রয়েছেন শালিনী যাদব নামের এক ফ্যাশন ডিজাইনার। এই শালিনী কংগ্রেস, সমাজবাদী পার্টি ঘুরে এখন বিজেপিতে।

    ঘটনাচক্রে ওই ফ্ল্যাটটি নথিভুক্ত অরুণ যাদব নামের এক ব্যক্তির নামে। যিনি আবার বিজেপি নেত্রী শালিনী যাদবের স্বামী। শালিনী অবশ্য পুরো বিষয়টিতে তাঁর যোগ নেই বলে দাবি করেছেন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে শালিনী দাবি করেছেন, অহেতুক বিরোধীরা তাঁর নামে কুৎসা করছেন। যে ফ্ল্যাটে যৌনচক্রের হদিস মিলেছে, সেটিও তাঁর নয়। বিরোধীরা অবশ্য শালিনীর গ্রেপ্তারি দাবি করছেন।

    এই শালিনী যাদব একসময় কংগ্রেসে ছিলেন। ২০১৭ সালে বারাণসীর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১৯ সালে সমাজবাদী পার্টিতে যোগ দিয়ে নরেন্দ্র মোদির বিরুদ্ধেই ভোটে লড়েন। সেবার হারের পর ২০২৩ সালে বিজেপিতে যোগ দেন। তারপর থেকে তিনি বিজেপিতেই আছেন। যদিও দলের কোনও পদ তাঁকে দেওয়া হয়নি। প্রধানমন্ত্রীর নিজের লোকসভা কেন্দ্রে এই সেক্স র‌্যাকেটের হদিশ, নিঃসন্দেহে বিজেপির জন্য অস্বস্তিকর।
  • Link to this news (প্রতিদিন)