‘বন্ধু’র জন্য ভাঙলেন প্রোটোকল! নিজের গাড়িতেই পুতিনকে নিয়ে বাড়ির উদ্দেশে মোদি
প্রতিদিন | ০৫ ডিসেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সন্ধেয় দিল্লির পালাম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেবল তাই নয়, নিজের গাড়িতেই তাঁকে সঙ্গে নিয়ে রওনা দিলেন ৭ লোককল্যাণ মার্গের উদ্দেশে। এই ‘গাড়ি-কূটনীতি’কে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, সাধারণত কোনও রাষ্ট্রনেতা এদেশে এলে তাঁকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির থাকেন বিদেশমন্ত্রকের কোনও উচ্চপদস্থ প্রতিনিধি। কিন্তু ‘বন্ধু’ পুতিনের জন্য প্রোটোকল ভেঙে নিজেই বিমানবন্দরে চলে আসেন মোদি। এখানেই শেষ নয়। সাধারণত দুই রাষ্ট্রনেতার ভিন্ন গাড়িতেই যাওয়ার কথা। এক্ষেত্রেও দেখা গেল ব্যতিক্রম। নিজের গাড়িতেই পুতিনকে নিয়ে নিজের বাড়ির উদ্দেশে রওনা দিলেন মোদি।
এদিনের দৃশ্য দেখে অনেকেরই মনে পড়ছে গত সেপ্টেম্বরের কথা। সেই সময় এসসিও সামিটে যোগ দিতে চিনের তিয়ানজিনে গিয়েছিলেন মোদি ও পুতিন। তখনও দু’জনকে দেখা গিয়েছিল এক গাড়িতে। প্রসঙ্গত, ‘অর্গানাইজার’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে গত ৩১ আগস্ট পুতিনের গাড়িতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। প্রায় ৪৫ মিনিট রুশ প্রেসিডেন্ট এবং ভারতীয় প্রধানমন্ত্রী একসঙ্গে ছিলেন। শোনা যায়, ওই ৪৫ মিনিট সময় কাটানো নাকি তাঁর পূর্বনির্ধারিত সূচিতেও ছিল না। পুরোটাই পরিস্থিতি মোকাবিলা করার জন্য শেষ মুহূর্তে ঠিক করা হয়। প্রশ্ন ওঠে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কি খুনের ছক কষেছে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ! বলা হয়, ওইদিন মোদি যদি পুতিনের সঙ্গে না থাকতেন, তাহলে অঘটন ঘটে যেতে পারত।