সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষা ছিল দুপুর থেকেই। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ ৪০ মিনিট নাগাদ পালাম সেনা বিমানবন্দরে নামে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ বিমান। সামান্য কিছুক্ষণ পরে বিমানের দরজায় দৃশ্যমান হলেন তিনি। তড়তড়িয়ে নেমে আসেন সিঁড়ি বেয়ে। তাঁকে অভ্যর্থনা জানাতে এগিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পরস্পরকে আলিঙ্গন করেন তাঁরা। তৈরি হয় এক উষ্ণ মুহূর্ত। আর ঠিক সেই সময়ই বারাণসীর ঘাটে দেখা যায় প্রদীপে প্রদীপে লেখা ‘ওয়েলকাম পুতিন’। এভাবেই বিদেশি ‘মেগা’ অতিথিকে স্বাগত জানানো হল। ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও।
এদিন তেল কূটনীতি, শুল্ক সংশয়, রণদামামার মাঝেই ‘বন্ধু’ পুতিনকে লাল কার্পেট বিছিয়ে স্বাগত জানাতে দেখা গিয়েছে মোদিকে। নিজের গাড়িতে চাপিয়ে পুতিনকে বিমানবন্দর থেকে বের করলেন। বুঝিয়ে দিলেন, মার্কিন ভ্রূকুটিতে ভীত নয় ভারত। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরে, বিশেষত অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে পুতিনের প্রথমবারের ভারত সফর একাধিক কারণে তাৎপর্যপূর্ণ। স্বাভাবিক ভাবেই তাঁর দু’দিনের সফর ঘিরে প্রত্যাশা বাড়ছে।
প্রসঙ্গত, সাধারণত কোনও রাষ্ট্রনেতা এদেশে এলে তাঁকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির থাকেন বিদেশমন্ত্রকের কোনও উচ্চপদস্থ প্রতিনিধি। কিন্তু ‘বন্ধু’ পুতিনের জন্য প্রোটোকল ভেঙে নিজেই বিমানবন্দরে চলে আসেন মোদি। এখানেই শেষ নয়। সাধারণত দুই রাষ্ট্রনেতার ভিন্ন গাড়িতেই যাওয়ার কথা। এক্ষেত্রেও দেখা গেল ব্যতিক্রম। নিজের গাড়িতেই পুতিনকে নিয়ে নিজের বাড়ির উদ্দেশে রওনা দেন মোদি।
রাতে মোদির সঙ্গে নৈশভোজ সারবেন পুতিন। শুক্রবার থেকে অনুষ্ঠানিক ভাবে বৈঠক এবং সভায় অংশ নেবেন পুতিন। তার আগে শুক্রবার সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাবেন। এরপর ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন রুশ প্রেসিডেন্ট।