• চপের দোকানের আড়ালে ঘণ্টাচুক্তিতে মধুচক্র! হাতেনাতে আটক তরুণ-তরুণী, তেহট্টে হইচই
    প্রতিদিন | ০৫ ডিসেম্বর ২০২৫
  • রমণী বিশ্বাস, তেহট্ট: চপের দোকানের আড়ালে মধুচক্র! রয়েছে মনোরঞ্জনের এলাহি ব্যবস্থা। আছে বিশেষ কেবিনও। তা প্রকাশ্যে আসতেই ওই দোকানে হানা দেয় বেতাই বাজার সাধারণ ব্যবসায়ী সমিতির লোকজন। হাতেনাতে সেখান থেকে এক তরুণ-তরুণীকে আটক করা হয়। অভিযোগ, ঘণ্টাচুক্তিতে ওই দোকান ভাড়া দেওয়া হতো। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়। বাজারের মধ্যেই কার্যত প্রকাশ্য এই ঘটনায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মানুষজন এবং ব্যবসায়ীরা। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। 

    স্থানীয়দের দাবি, চপ বিক্রির আড়ালে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালানো হচ্ছিল। একাধিকবার এই বিষয়ে সতর্ক করা হয়। কিন্তু কোন কথাই ওই চপ ব্যবসায়ী কর্ণপাত করেননি বলে অভিযোগ। যে কারণে সুযোগের অপেক্ষায় ছিলেন স্থানীয় মানুষজন। যাতে হাতেনাতে ধরা সম্ভব হয়! এর মধ্যেই আজ বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ এক তরুণ-তরুণীকে ওই দোকানের ভিতরে ঢুকতে দেখেন আশেপাশের ব্যবসায়ীরা। এরপরেই স্থানীয় মানুষজন এবং ব্যবসায়ীরা ওই দোকানে সবাই মিলে হানা দেয়। হাতেনাতে ওই তরুণ এবং তরুণীকে ধরা হয়। এরপরেও ওই দোকানে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।

    স্থানীয় ব্যবসায়ীদের দাবি, একেবারে বেতাই বাসস্ট্যান্ডে, অফিস টাইমে এই ধরনের অসামাজিক কাজ কখনই মেনে নেওয়া সম্ভব নয়। ওই দোকানের ঠিক বিপরীতেই রয়েছে একটি উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়। আছে মন্দির, বিশ্রামাগার। সেখানে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের আনাগোনা। সেখানেই চপের দোকানের আড়ালে এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। স্থানীয় স্বপন ঘোষ, শুভঙ্কর ঘোষ, পিন্টু ঘোষ, অরিত্র মন্ডলরা জানান ,“চপ বিক্রির আড়ালে ঘন্টা চুক্তিতে দোকানি অসামাজিক কার্যকলাপ চালাতো, এটা ভাবা যায় না। প্রশাসন কঠোর ব্যবস্থা নিক।”

    অন্যদিকে বেতাই বাজার কমিটির সম্পাদক পার্থ বিশ্বাস বলেন,“ এর আগে উক্ত ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছিল, তারপরেও উনি শুধরায়নি, আমরা ওই দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ জানাবো।” পুলিশ জানিয়েছে, তিনজনকে উদ্ধার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সবদিক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (প্রতিদিন)