• সিপিএমের কার্যালয়ে CAA ক্যাম্প বিজেপির! আজব কাণ্ড হাবড়ায়
    প্রতিদিন | ০৫ ডিসেম্বর ২০২৫
  • জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: সিপিএম কার্যালয়ে বিজেপির সিএএ ক্যাম্প বসানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য হাবড়ার মসলন্দপুরে। হাবড়া ১ ব্লকের মসলন্দপুর ২ গ্রাম পঞ্চায়েতর উপেন মোড় এলাকায় এই ক্যাম্প দেখে চোখ কপালে স্থানীয় বাসিন্দাদের! অভিযোগ, বুধবার উপেন মোড় এলাকায় সিপিএমের কার্যালয়ের ভিতরে রীতিমতো পোস্টার দিয়ে সিএএ ক্যাম্প এবং এসআইআর সহায়তা কেন্দ্র খুলেছে বিজেপি৷ কার্যালয়ের ভিতরে একাধিক পোস্টার লাগানো হয়েছে। এই ঘটনায় সমালোচনাও শুরু হয়েছে স্থানীয় রাজনৈতিক মহলে। আরও স্পষ্ট হয়েছে রাম-বাম ‘আঁতাঁত’।

    এসআইআরের কাজের মাঝেই বনগাঁর ঠাকুরবাড়ি অর্থাৎ মতুয়াগড়ে নাগরিকত্ব প্রদানের জন্য সিএএ ক্যাম্প খোলা হয়েছিল। যদিও এভাবে নাগরিকত্ব দেওয়া নীতিবিরুদ্ধ। কেন্দ্রের কাছে সিএএ নিয়ে আবেদন করলে তবেই তা বিবেচনা করে মঞ্জুর করা হবে অর্থাৎ আবেদনকারীদের নাগরিকত্ব দেওয়া হবে। তবে ঠাকুরবাড়ির ক্যাম্প মতুয়াদের আশ্বস্ত করার জন্য বলেই মত সেখানকার বাসিন্দাদের। এনিয়ে যথেষ্ট সমালোচনাও হয়েছে। এবার সেই একই ছবি দেখা গেল হাবড়ার সিপিএম পার্টি অফিসে।

    এনিয়ে সিপিএম নেতা নারায়ণচন্দ্র দাস বলেন, ”ওই কার্যালয়ের চাবি আমাদের দলের এক কর্মীর কাছে থাকে। সে ইদানিং বিজেপির সঙ্গে মেলামেশা করে। তাঁর কাছ থেকেই হয়তো চাবি পেয়েছে বিজেপির লোকজন৷” যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা বিশ্বেশ্বর মণ্ডলের দাবি, ”সিপিএমের কার্যালয় যাঁরা চালাতেন তাঁরা সকলেই এখন বিজেপি করেন৷ তাঁরাই ওই কার্যালয় খুলেছিলেন৷ সিপিএমের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ ওই চাবি সংগ্রহ করে বৃহস্পতিবার সিপিএম নেতাদের হাতে তুলে দিয়েছেন। মসলন্দপুর ২ নম্বর তৃণমূল অঞ্চল সহ-সভাপতি পুলক চট্টোপাধ্যায়ের মতে, ”মুখ্যমন্ত্রী তো অনেকদিন ধরেই অভিযোগ করছিলেন এ এরা রাজ্যে বিজেপি-সিপিএম আঁতাত রয়েছে। এই ঘটনা তারই প্রমাণ৷ তবে ওরা একসঙ্গে লড়াই করলেও আমাদের হারাতে পারবে না৷”
  • Link to this news (প্রতিদিন)