• পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের অফিস চত্বরেই জাল লটারির কারবার! গ্রেপ্তার ১, ঝাড়গ্রামেও ছড়িয়ে জাল
    এই সময় | ০৫ ডিসেম্বর ২০২৫
  • পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কার্যালয় চত্বরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাল লটারি! আর সেই জাল লটারি বিক্রেতাকে হাতেনাতে পাকড়াও করল রাজ্যের তদন্তকারী সংস্থা CID। উল্লেখ্য, জেলাশাসকের কার্যালয় চত্বর থেকেই মঙ্গলবার বিকেলেও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

    CID সূত্রে খবর, জাল লটারি কারবারির নাম টোটন দাস। তাঁর বাড়ি মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়া এলাকায়। ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্তে চিরুনি তল্লাশি শুরু করেছে সিআইডির বিশেষ টিম।

    CID সূত্রে খবর, কোথায় ছাপা হচ্ছে জাল লটারি, কোন কোন এলাকায় সেই জাল লটারি বিক্রি হচ্ছে, এমনকি এর সঙ্গে কোনও প্রভাবশালী জড়িত কিনা- এই সমস্ত প্রশ্নের উত্তরই খুঁজছেন গোয়েন্দারা। CID-র এক আধিকারিকের কথায়, রাজ্য জুড়েই জাল লটারি কারবারিদের নেটওয়ার্ক ছড়িয়ে। রাজ্যে ৭৮টি থানা এলাকায় জাল লটারি ব্যবসা রয়েছে। তার মধ্যে উত্তর দিনাজপুর জেলায় ১০ টি থানা, উত্তর ২৪ পরগনা জেলার ১৫টি থানা, হুগলি জেলার ১০টি থানা ও পশ্চিম মেদিনীপুর জেলায় ৭টি থানা এলাকায় জোর কদমে চলছে জাল লটারির কারবার। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

    সিআইডি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে মেদিনীপুর শহরের কালেক্টরেটের ভিতরে জাল লটারি সাজিয়ে বসেছিলেন টোটন। আচমকা তাঁকে ঘিরে ফেলেন গোয়েন্দাদের টিম। এরপর একজন গোয়েন্দা গিয়ে লটারি কেনার নাম করে দোকানে যান। জাল লটারি বার করতেই হাতে নাতে ধরা পড়েন টোটন। কেউ বুঝে ওঠার আগেই টোটন'কে গ্রেফতার করে সাদা পোশাকে থাকা গোয়েন্দা বাহিনীর সদস্যরা।

    বিরোধীদের অভিযোগ, জাল লটারির কারবারির থেকে কয়েক মিটার দূরেই আরটিও, জেলাশাসক, মহকুমাশাসক ছাড়াও অতিরিক্ত জেলাশাসক ও একাধিক আধিকারিকের দপ্তর। তা সত্ত্বেও এই ধরনের ঘটনার জন্য পুলিশ-প্রশাসনের উদাসীনতাই দায়ী। তাঁদের এও দাবি, গোটা মেদিনীপুর শহর ছাড়াও খড়গপুর, ঘাটাল মহকুমাতেও জাল লটারির কারবারিদের জাল ছড়িয়ে রয়েছে।

    পশ্চিম মেদিনীপুর জেলা থেকেই নয়, ঝাড়গ্রাম থেকেও লটারি বিক্রির অভিযোগে লালগড় থেকে ধৃত এক বিক্রেতা। নাগাল্যান্ড,সিকিম সরকারের জাল লটারির পর এ বার ভুটান সরকারের লটারি জাল করে বিক্রির অভিযোগ ডিডিআই ও সিআইডির যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় ওই লটারি বিক্রেতাকে।

    বুধবার রাত্রে লালগড় থানার পুলিশের সহযোগিতায় লালগড় থানা এলাকার বাসিন্দা শম্ভু রুইদাস নামের এক লটারি বিক্রেতা কে লালগড়ের এসআই চোখ থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে লক্ষাধিক টাকার ভুটান সরকারের জাল লটারি এবং কিছু টাকা বাজেয়াপ্ত হয়েছে।

  • Link to this news (এই সময়)