• অবাক কাণ্ড! এনিউমারেশন ফর্ম হাতে পেলেন না রাজ্যের CEO দপ্তরের উচ্চপদস্থ কর্তা
    এই সময় | ০৫ ডিসেম্বর ২০২৫
  • ভোটার তালিকার নিবিড় সংশোধনের জন্য বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম পৌঁছে দেওয়ার কথা BLO-দের। গত ৪ নভেম্বর থেকে চলছে সেই কাজ। SIR প্রথম পর্যায়ের প্রায় শেষ পর্যায়ে এসে দেখা গেল অবাক কাণ্ড। রাজ্যের CEO দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিকের বাড়িতেই পৌঁছল না এনিউমারেশন ফর্ম। ওই আধিকারিকের নাম উঠল ‘Uncollectable Form’-এর তালিকায়।

    বিধাননগর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা রাজ্যের CEO দপ্তরের ওই উচ্চপদস্থ কর্তা। বাংলায় SIR শুরুর কিছুদিনের মধ্যেই নিজে অনলাইনে এনিউমারেশন ফর্ম ফিলআপ করে জমা দেন ওই আধিকারিক। কমিশনের প্রকাশ করা পূর্বের গাইডলাইন অনুযায়ী, ৪ ডিসেম্বর এনিউমারেশন ফর্ম সংক্রান্ত কাজের ডেডলাইন ছিল। তবে, ওই উচ্চপদস্থ আধিকারিক জানান, প্রাথমিক সিডিউল অনুযায়ী এনিউমারেশন ফর্ম সংগ্রহের শেষ দিন হলেও, তখনও পর্যন্ত সংশ্লিষ্ট BLO তাঁর বাড়িতে এনিউমারেশন ফর্ম পৌঁছে দেননি।

    বুধবার কমিশন জানিয়ে দিয়েছে, ১১ ডিসেম্বর পর্যন্ত যদি কোনও বাড়ি থেকে এনিউমারেশন ফর্ম না আসে, তাহলে BLO-রা অ্যাপে সেটিকে ‘Uncollectable’ ফর্ম হিসেবে আপলোড করবে। বৃহস্পতিবার BLO-কে ফর্ম পাননি বলে জানাতে ফোন করলে, সংশ্লিষ্ট BLO ওই উচ্চপদস্থ কর্তাকে জানান, ওই কর্তার এনিউমারেশন ফর্ম ‘Uncollectable’ হিসেবে অ্যাপে আপলোড করে দিয়েছেন তিনি।

    ওই আধিকারিকদের দাবি, সংশ্লিষ্ট BLO-এ জানিয়েছেন তিনি (CEO দপ্তরের আধিকারিক) নাকি ওই বুথ এলাকায় থাকেন না। BLO জানিয়ে দেন, বিষয়টি নিয়ে ERO-র সঙ্গে কথা বলতে। শেষ পর্যন্ত স্থানীয় মহকুমা শাসকের সঙ্গে কথা বলেন ওই উচ্চপদস্থ আধিকারিক। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহকুমাশাসক বলে জানান ওই আধিকারিক। যদিও বিষয়টি নিয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত সংশ্লিষ্ট BLO-র কোনও বক্তব্য পাওয়া যায়নি। অভিযুক্ত BLO-র কাজে কোনও গাফিলতি রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন কমিশনের ওই আধিকারিক।

  • Link to this news (এই সময়)