• মহাকাশবাসের অভিজ্ঞতা ভাগ করে নিতে শহরে পা রাখবেন শুভাংশু
    আনন্দবাজার | ০৪ ডিসেম্বর ২০২৫
  • প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে গিয়েছিলেন তিনি। এ বার সেই মহাকাশচারী, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লের পা পড়তে চলেছে কলকাতায়। ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজ়িক্স (আইসিএসপি)-এর আমন্ত্রণে আগামী সপ্তাহে কলকাতায় আসবেন শুভাংশু। আইসিএসপি-তে মহাকাশের অভিজ্ঞতা শোনানোর পাশাপাশি বিজ্ঞানী এবং স্কুলপড়ুয়াদের সঙ্গে প্রশ্নোত্তর-পর্বে যোগ দেবেন তিনি। কলকাতা থেকেই বেঙ্গালুরু ফিরে যাবেন শুভাংশু।

    আইসিএসপি-র অধিকর্তা, অধ্যাপক সন্দীপ চক্রবর্তী বলেন, ‘‘১০ ডিসেম্বর সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল। সে দিন দুপুর থেকে বিকেল পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানে থাকবেন। অডিটোরিয়ামে বক্তৃতা করবেন, তার পরে প্রশ্নোত্তর-পর্ব থাকবে। সেখানে বিজ্ঞানীদের পাশাপাশি উচ্চ মাধ্যমিক স্তরের কিছু পড়ুয়াও থাকবে।’’

    সূত্রের খবর, মহাকাশচারী হিসেবে শুভাংশু কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকেন। তাই কলকাতায় তিনি সেনার আবাসে রাত কাটাবেন। সাধারণত, মহাকাশচারীদের আমজনতা থেকে দূরে রাখা হয়। তাই শহরে আর কোনও অনুষ্ঠানে যাবেন না শুভাংশু। তবে, এই অনুষ্ঠানে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরেও আমন্ত্রণ পৌঁছতে পারে।

    ভারতের মহাকাশ অভিযান প্রকল্প ‘গগনযান’-এর অন্যতম সদস্য শুভাংশু। সেই সূত্রেই গত জুলাই মাসে স্পেস-এক্স এবং নাসার যৌথ অভিযান অ্যাক্সিয়োম-৪ প্রকল্পে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আইএসএস) যাওয়ার সুযোগ পেয়েছিলেন এই ভারতীয় মহাকাশচারী।প্রায় দু’সপ্তাহ সেখানে থেকে বিভিন্ন পরীক্ষা করেন তিনি। তার পরে নিরাপদে ফিরে আসেন।

    অধ্যাপক চক্রবর্তী জানান, মহাকাশে যাওয়া, কী ভাবে মহাকাশযানকে আইএসএস-এর সঙ্গে জোড়া হয়েছিল, আইএসএস-এ ভারশূন্য অবস্থায় কেমন অভিজ্ঞতা হল, শুভাংশু কী কী পরীক্ষা করলেন, কী ভাবে ফের পৃথিবীতে ফিরলেন— এ সবই থাকবে তাঁর বক্তৃতায়। তার সঙ্গে সাযুজ্য রেখেই বিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন করা হবে শুভাংশুকে।

    সূত্রের খবর, ভারতের এই মহাকাশচারীকে শহরে আনতে রীতিমতো কাঠখড় পোড়াতে হয়েছে আইসিএসপি-কে। অধ্যাপক চক্রবর্তী বলেন, ‘‘আমাদের প্রতিষ্ঠানের বহু প্রাক্তনী বর্তমানে ইসরোয় কর্মরত। চন্দ্রযান-৩, আদিত্য-এল১ প্রকল্পে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তাঁরা। তাই এই প্রতিষ্ঠানের অনুষ্ঠানে ভারতের মহাকাশচারী যাতে আসেন, তার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম।’’

    মূল অনুষ্ঠান আইসিএসপি-র অডিটোরিয়ামে হলেও শুভাংশুকে দেখতে মানুষের যে উৎসাহ-উদ্দীপনা থাকবে, সে কথাও বলছেন অনেকেই। সে ক্ষেত্রে অডিটোরিয়ামের ভিতরে যে সবার ঠাঁই হবে না, তা মেনে নিচ্ছেন অধ্যাপক চক্রবর্তীও। তিনি জানান, প্রতিষ্ঠানের বাইরে বড় পর্দা থাকবে। সেখানে বক্তৃতার সরাসরি সম্প্রচার দেখা যাবে। এর পাশাপাশি, শুভাংশু বেরিয়ে যাওয়ার সময়ে অপেক্ষমাণ জনতা যাতে চোখের দেখা দেখতে পায়, সেই চেষ্টাও করা হবে। তিনি বলেন, ‘‘পুরো পরিকল্পনা কী হবে, তা আমাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া হবে।’’
  • Link to this news (আনন্দবাজার)