সিইও দফতরের সামনে আবার উত্তেজনা! পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়াল ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’
আনন্দবাজার | ০৪ ডিসেম্বর ২০২৫
কলকাতায় রাজ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র সদস্যেরা। বৃহস্পতিবার সেখানে আবার দফায় দফায় উত্তেজনা ছড়াল। দফতরের বাইরে আগে থেকেই মোতায়েন ছিল পুলিশ। তাদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীদের একাংশ। ব্যারিকেড ঠেলে ভিতরে প্রবেশের চেষ্টা করেন। বিক্ষোভকারীদের দাবি, মৃত বিএলও-দের পরিবারকে আর্থিক সাহায্য দিতে হবে। পরিবারের কোনও সদস্যকে চাকরি দিতে হবে।
গত কয়েক দিন ধরেই সিইও দফতরের সামনে অবস্থান চালাচ্ছে তৃণমূলপন্থী সংগঠন ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’। সোমবারের পরে বৃহস্পতিবার আবার উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। সকাল থেকে দফতরের সামনে বসে স্লোগান দিচ্ছিলেন বিক্ষোভকারীরা। হাতে ছিল প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল, বিএলও-দের উপরে জোর করে ডেটা এন্ট্রির কাজ চাপিয়ে দেওয়া হয়েছে। এই কাজ চাপানো চলবে না। এসআইআরের কাজ চলাকালীন রাজ্যে বেশ কয়েক জন বিএলও-র মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। পরিবারের দাবি, কাজের চাপেই মৃত্যুর হয়েছে ওই বিএলও-দের। মৃত বিএলওদের আর্থিক সাহায্য দিতে হবে বলে সিইও দফতরের সামনে বসে দাবি তোলেন বিক্ষোভকারীরা। এর মাঝেই কয়েক জন বিএলও ব্যারিকেডে ঠেলাঠেলি শুরু করেন। বাধা দেয় পুলিশ। সেই বিষয়টিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিএলও-দের একাংশের।
গত সোমবার সিইও দফতরের সামনে উত্তেজনা তৈরি হয়। ওই দিন সিইও দফতরে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিইও মনোজকুমার আগরওয়ালের সঙ্গে সাক্ষাতের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল তাঁর। শুভেন্দু এবং বিজেপির প্রতিনিধদল সেখানে পৌঁছোতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। শুরু হয়ে যায় দু’পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডাও। শুভেন্দুদের দেখা মাত্রই ‘গো ব্যাক’ স্লোগান দেন তাঁরা। বৃহস্পতিবার আবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন বিক্ষোভকারীদের একাংশ।