• তাপমাত্রায় মিলল কালিম্পং-শ্রীনিকেতন, অবশেষে শীতের আমেজ
    এই সময় | ০৫ ডিসেম্বর ২০২৫
  • এই সময়: ৯ ফেব্রুয়ারির (১৫.১ ডিগ্রি সেলসিয়াস) পর ৪ ডিসেম্বর (১৫.৬)। ২৯৯ দিন পরে রাতের তাপমাত্রাকে ফের ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে দেখল মহানগর। উত্তর–পশ্চিম দিক থেকে ঢুকতে থাকা শুকনো ও ঠান্ডা বাতাসের সৌজন্যে কলকাতা–সহ দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা নামতে শুরু করেছিল কয়েক দিন আগে থেকেই। কিন্তু তার পরে বঙ্গোপসাগরে পর পর দু’বার দু’টি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল। প্রথমবার ‘সেনইয়ার’ এবং দ্বিতীয় বার ‘দিতওয়াহ’। এই দুই ঘূর্ণিঝড়ের প্রভাবে সদ্য পড়তে শুরু করা শীতের আমেজে ছন্দপতন ঘটেছিল। সমুদ্র শান্ত হতেই অবশ্য ফের সক্রিয়তা বেড়েছে ‘উত্তুরে’ হাওয়ার। গোটা দক্ষিণবঙ্গ নতুন করে শীতের আমেজ পেতেও শুরু করল। আলিপুর হাওয়া অফিসের প্রকাশ করা তথ্য বলছে, শীতের বাতাস শক্তিশালী হয়ে দক্ষিণবঙ্গকে শীতলতার নিরিখে পার্বত্য কালিম্পংয়ের কাছাকাছি পৌঁছে দিল। এ দিন কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। আর শ্রীনিকেতন — ১০.৮ ডিগ্রি। তবে রাজ্যের মধ্যে শীতলতম দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.২ ডিগ্রি সেলসিয়াস।

    বঙ্গোপসাগরের উপর থেকে জ‍লীয় বাষ্পর চাদর সরে গেলেই যে উত্তরের হাওয়া বাংলার উপর প্রভাব বিস্তার করবে, এমন কথা এক সপ্তাহ আগেই জানিয়েছিল মৌসম ভবন। কিন্তু সেই আশ্বাসে মন ভরেনি দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। ডিসেম্বর পড়ে যাওয়ার পরেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে উপরে থাকার জন্য রাজ্যের দক্ষিণের ১৫টি জেলাতেই ‘প্রকৃত’ শীতের বদলে ‘ছদ্ম’ শীতের অনুভূতি চলছিল। ২ ডিসেম্বর তো কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ২০ ডিগ্রি সেলসিয়াসে। এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি সেলসিয়াস উপরে ছিল। এর ২৪ ঘণ্টার মধ্যেই রাতের তাপমাত্রা ২.৩ ডিগ্রি সেলসিয়াস নেমে ১৭.৭ ডিগ্রিতে এসে পৌঁছয়। আর তার পরের ২৪ ঘণ্টায় শহরের সর্বনিম্ন তাপমাত্রা আরও ২.১ ডিগ্রি নেমে মরশুমে প্রথমবার ১৫ ডিগ্রির ঘরে পৌঁছে যায়।

    কলকাতার পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রার দ্রুত অবনতি হয়েছে দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই। শ্রীনিকেতনের পরে রাজ্যের সমতলে দ্বিতীয় শীতলতম ছিল কল্যাণী (১১.৬)। রাজ্যের তৃতীয় শীতলতম ও উত্তরবঙ্গের সমতলের মধ্যে শীতলতম ছিল আলিপুরদুয়ার (১২)।

    শীতের আমেজ পড়তে শুরু করার পরে খুব স্বাভাবিক ভাবেই কলকাতা–সহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের মনে প্রশ্ন, এই অবস্থা কতদিন চলবে? এর জবাবে বৃহস্পতিবার আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সামনের সাতদিন কলকাতা–সহ দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রায় বড় রকমের কোনও হেরফের হওয়ার সম্ভাবনা কম। এই সাত দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪–১৫ ডিগ্রির ঘরেই ঘোরাঘুরি করবে। অন্য দিকে পশ্চিমের জেলাগুলোতে রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এই সাতদিনের মধ্যে কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। একই সঙ্গে বঙ্গোপসাগরেও আগামী সাতদিন নতুন করে কোনও ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। তাই ‘উত্তুরে’ হাওয়ার প্রবাহে ছেদ না পড়ায় বাঙালির শীতের আমেজ উপভোগ অব্যাহতই থাকবে বলে আশা করছেন আবহবিদরা।

    অবশেষে শীতের আমেজ

    * কলকাতা — ১৫.৬ (মরশুমে প্রথমবার ১৫ ডিগ্রির ঘরে)

    * সল্টলেক — ১৬.২

    * দমদম — ১৫.১

    * ব্যারাকপুর — ১৫.৮

    * দার্জিলিং — ৬.২ (রাজ্যে শীতলতম)

    * কালিম্পং — ১০.৫

    * শ্রীনিকেতন — ১০.৮ (সমতলে শীতলতম)

    * কল্যাণী — ১১.৬

    * পুরুলিয়া — ১২.৪

    * বাঁকুড়া — ১২.৯

  • Link to this news (এই সময়)