রাজস্থানে মামুলি অপরাধে আর জেল নয়, শুধু আর্থিক জরিমানা
বর্তমান | ০৫ ডিসেম্বর ২০২৫
জয়পুর: এখন থেকে রাজস্থানে ছোটোখাটো অপরাধ করলে আর জেল খাটতে হবে না। শুধু আর্থিক জরিমানা ভরলেই চলবে। সৌজন্যে রাজস্থান জন বিশ্বাস অর্ডিন্যান্স। বুধবার সংশ্লিষ্ট অর্ডিন্যান্সে ছাড়পত্র দিয়েছে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার মন্ত্রিসভা। এর ফলে ১১টি রাজ্যে আইন সংশোধন করা হবে। যেমন জঙ্গল আইন। এতদিন পর্যন্ত জঙ্গলে গবাদি পশু চরালে ছ’মাস পর্যন্ত জেল হত। সেই শাস্তি আর থাকছে না। পরিবর্তে ফাইন করলেই চলবে। অনেক সময় ভুলবশত জঙ্গলে প্রবেশ করেন গ্রামবাসী ও আদিবাসীরা। সেজন্য আইনি সমস্যার সম্মুখীন হতে হয়। প্রশাসনের দাবি, নতুন নিয়ম কার্যকর হলে আর সেই ঝামেলা পোহাতে হবে না। এরপরেই রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস আইন। সংশ্লিষ্ট আইন অনুযায়ী, রাজ্য-পোষিত শিল্পকেন্দ্রে ইনসপেকশনের সময়ে নথি দেখাতে না পারলেই জেল। এখন থেকে শুধু জরিমানা দিলেই চলবে। এবিষয়ে সংসদীয় বিষয়ক মন্ত্রী যোগারাম প্যাটেল বলেন, ‘বহু ক্ষেত্রে প্রক্রিয়াগত ভুলের ফলে আইনি সমস্যার মুখে পড়তে হয়। ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বছরের পর বছর মামলা লড়তে হয়। একই অবস্থা হয় জঙ্গলের উপর নির্ভরশীল গোষ্ঠীগুলিরও। এখন থেকে আর মামলা-মোকদ্দমায় পড়তে হবে না।’