• জরুরি অবতরণ
    বর্তমান | ০৫ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: নানাবিধ সমস্যার জেরে গত ৪৮ ঘণ্টা ধরে লাগাতার বিমান বাতিল করতে বাধ্য হচ্ছে ইন্ডিগো। তা নিয়ে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এর দোসর হল ভুয়ো বোমাতঙ্ক এবং বিমান ধ্বংসের হুমকি! দুয়ের জেরে বৃহস্পতিবার ইন্ডিগোর দু’টি বিমানকে জরুরি অবতরণ করানো হল। প্রথম উড়ানটি মদিনা থেকে হায়দরাবাদ যাচ্ছিল। ভুয়ো বোমাতঙ্কের জেরে আমেদাবাদ বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হন পাইলট। দ্বিতীয় বিমানটিও হায়দরাবাদ যাচ্ছিল, তবে শারজা থেকে। মাঝ আকাশে সেটিকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় ই-মেলের মাধ্যমে। আর দেরি করেননি। মুম্বইয়ে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে।

    মদিনা থেকে ১৮০ জন যাত্রী নিয়ে হায়দরাবাদের উদ্দেশে বৃহস্পতিবার রওনা হয়েছিল ইন্ডিগোর একটি বিমান। সকাল সাড়ে ১১টা নাগাদ মাঝ আকাশে একজন যাত্রী দাবি করেন, ‘আমার সঙ্গে বোমা রয়েছে।’ তৎক্ষণাৎ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন কর্মীরা। নিরাপত্তার কারণে বিমানটিকে আমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। যাত্রীদের নিরাপদে সরানোর পর বিমানটিতে তল্লাশি শুরু হয়। তবে সন্দেহজনক কিছু মেলেনি। সংশ্লিষ্ট যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।      
  • Link to this news (বর্তমান)