শুক্রবার সকালে পুতিনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে রাষ্ট্রপতি ভবনে। এরপর দিল্লির হায়দরাবাদ হাউসে রুশ প্রেসিডেন্ট ও তাঁর প্রতিনিধিদলের সদস্যদের জন্য প্রধানমন্ত্রী মোদির আয়োজনে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছে। এরপর হায়দরাবাদ হাউসেই হবে ২৩ তম ইন্দো-রুশ শীর্ষ সম্মেলন। শুক্রবার সকলে পুতিনের রাজঘাটে যাওয়ারও কথা রয়েছে। এছাড়া রুশ সরকারি সম্প্রচারক সংস্থার একটি ভারতীয় চ্যানেলের উদ্বোধন করবেন তিনি। এরপর রুশ প্রেসিডেন্টের সম্মানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত স্টেট ব্যাঙ্কোয়েটে অংশ নেবেন তিনি। শুক্রবার রাত ৯টা নাগাদ ভারত সফর শেষ করে রাশিয়ার উদ্দেশে রওনা হবেন পুতিন।