রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে দিতে চায় না সরকার: রাহুল
বর্তমান | ০৫ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিদেশি রাষ্ট্রনায়কদের ভারত সফরে শুধুই সরকারপক্ষ নয়, বিরোধী দলনেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ— একটি বিশেষ প্রটোকল ছিল ভারতে। বৃহস্পতিবার রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে, ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার অনুমতি দিচ্ছে না মোদি সরকার। বিরোধী নেতা এবং পুতিনের সাক্ষাতের কোনও কর্মসূচিই রাখা হয়নি। রাহুলের অভিযোগ, সরকার আসলে নিরাপত্তাহীনতায় ভুগছে। সাধারণত একটি ঐতিহ্য রয়েছে যে, ভারতে যে বিদেশি প্রতিনিধিই আসুন, তাঁরা দেখা করবেন বিরোধী দলের সঙ্গেও। এটাই ভারতের গণতন্ত্রের একটি ঐতিহ্য। অটলবিহারী বাজপেয়ি, মনমোহন সিং সকলের প্রধানমন্ত্রিত্বের সময়েই এই ট্র্যাডিশন অনুসৃত হয়েছে। এখন দেখছি ব্যতিক্রম। বিরোধীরাও যে হিন্দুস্তানের অঙ্গ, ভারতের প্রতিনিধি, সেটা এই সরকার স্বীকার করে না। কংগ্রেস এমপি শশী থারুর রাহুলকে সমর্থন করে বলেছেন, বিরোধী দলনেতা যে প্রশ্ন তুলেছেন, সেটা সরকারের অবশ্যই উত্তর দেওয়া উচিত। কেন বিরোধীদের দূরে সরিয়ে রাখা হচ্ছে? বিজেপি যথারীতি ওই অভিাগ খণ্ডন করেছে। দলের মুখপাত্র অনিল বালুনি বলেছেন, গত দেড় বছরেই অন্তত পাঁচ জন বিদেশি রাষ্ট্রপ্রতিনিধির সঙ্গে কথা বলেছেন রাহুল।