নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঠিকা কিংবা চুক্তিভিত্তিক কর্মীদের তালিকা কেন্দ্রীয় স্তরে রাখাই হয় না। বৃহস্পতিবার সংসদে এমনই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ, সারা দেশের বিভিন্ন সংস্থা-প্রতিষ্ঠানে সামগ্রিকভাবে কতজন ঠিকা কর্মী কাজ করছেন, তা জানেই না কেন্দ্র। এদিন এই বিষয়ে রাজ্যসভায় লিখিত প্রশ্ন করেছিলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তারই জবাবে রাজ্যসভায় কেন্দ্রীয় শ্রম রাষ্ট্রমন্ত্রী শোভা করন্দলাজে লিখিতভাবে জানিয়েছেন, বিভিন্ন সেক্টরে কতজন ঠিকা কর্মী কাজ করছেন, সেই তথ্য কেন্দ্রীয়ভাবে সংগ্রহ করা হয় না। কেন্দ্রীয় মন্ত্রী লিখিতভাবে জানিয়েছেন, নিয়মমতো যেকোনও সংস্থা-প্রতিষ্ঠানই ঠিকা কিংবা চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ করতে পারে। তবে তা ১৯৭০ সালের কন্ট্র্যাক্ট লেবার (রেগুলেশন অ্যান্ড অ্যাবোলিশন) অ্যাক্টের ১০ নং ধারাকে লঙ্ঘন করলে চলবে না। অন্যদিকে, এদিন তৃণমূলের আর এক রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষের ‘গিগ’ এবং ‘প্ল্যাটফর্ম’ কর্মীদের নিয়ে প্রশ্নের লিখিত জবাবে শ্রম রাষ্ট্রমন্ত্রী শোভা করন্দলাজে জানিয়েছেন, ২০২০-২১ আর্থিক বছরে সারা দেশে ‘গিগ’ এবং ‘প্ল্যাটফর্ম’ কর্মীর সংখ্যা ছিল প্রায় ৭৭ লক্ষ। কিন্তু ২০২৯-৩০ আর্থিক বছরের মধ্যে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে হবে ২ কোটি ৩৫ লক্ষ।