বারাণসী: ফ্ল্যাটে মধুচক্র। এমনই অভিযোগ ঘিরে সমালোচনার মুখে বারাণসীর বিজেপি নেত্রী শালিনী যাদব। এবার সেই অভিযোগ অস্বীকার করলেন তিনি। স্বামী তরুণ যাদবকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন শালিনী। সেখানে নেত্রীর দাবি, যে ফ্ল্যাটের কথা বলা হচ্ছে, তা কোনওদিনই তাঁর নামে ছিল না। ফ্ল্যাটটি তাঁর স্বামীর নামে। আর ফ্ল্যাটটি একজনকে ভাড়া দেওয়া ছিল। এমনকী পুলিশের এফআইআরেও তাঁদের দু’জনের কারও নাম নেই বলে দাবি করেছেন বিজেপি নেত্রীর। এদিকে ১১২ শক্তি শিখা বিল্ডিংয়ের যে ফ্ল্যাটটি নিয়ে এই অভিযোগ উঠেছে, সেই মামলায় ১৩ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। অরুণ দাবি করেছেন, মধুচক্র চালানোর প্রথম অভিযোগ ওঠে মেলোডি স্পা-এর নামে। সেখানে তদন্ত চালিয়েই শক্তি শিখা বিল্ডিংয়ের নাম উঠে আসে। অরুণের দাবি, মেলোডি স্পা-এর সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। আর ১৯৯৯ সাল থেকে তিনি ১১২ নম্বর ফ্ল্যাটের মালিক। তবে কেনার পর থেকে তিনি সেটি ভাড়া দিয়ে রেখেছেন।