রাঁচি: জমি দুর্নীতি মামলায় ইডির সমনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বৃহস্পতিবার এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র জবাব তলব করল ঝাড়খণ্ড হাইকোর্ট। ইডির তলবের পরও জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেননি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। এরপরেই এমপি ও এমএলএ কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির আর্জির প্রেক্ষিতেই হেমন্তের বিরুদ্ধে সমন জারি করে আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। আগামী ১৮ ডিসেম্বর হাইকোর্টে মামলাটির পরবর্তী শুনানি হতে পারে। তার আগে ১২ ডিসেম্বর এমপি ও এমএলএ আদালতকে শুনানির দিন ধার্য করতে বলেছে হাইকোর্ট। পাশাপাশি ৬ ডিসেম্বর এমপি ও এমএলএ আদালতে হাজিরা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন হেমন্ত।