• এসআইআর আবহে পাঁচমাসে উত্তরবঙ্গ দিয়ে স্বভূমে ফিরেছে ১৮৬ বাংলাদেশি
    বর্তমান | ০৫ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এসআইআর আবহে বাংলাদেশে ফেরার হিড়িক অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের। বিএসএফ সূত্রে খবর, এবার মাত্র পাঁচমাসেই উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরেছে গত বছরের থেকে চারগুণ বেশি অনুপ্রবেশকারী। সেই সংখ্যা ১৮৬ জন। এদের অধিকাংশ বিজেপি শাসিত রাজ্যে আশ্রয় নিয়েছিল। শুধু তাই নয়, চোরাপথে এপারে আসা ওই বাংলাদেশিরা জোগাড় করেছিল ভারতীয় আধার, ভোটার কার্ড। এসআইআর আবহে এনিয়ে শুরু হয়েছে জোরচর্চা। 

    বৃহস্পতিবার বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মুকেশ ত্যাগীঅবশ্য বলেন, এরকম ঘটনা নতুন নয়। গতবছর এপার থেকে বেশকিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী স্বেচ্ছায় নিজেদের দেশে ফিরেছে। এবারও ফিরছে। কাজেই এরসঙ্গে এসআইআরের সম্পর্ক নেই বলেই মনে করছি। 

    বিএসএফ কর্তা যাই বলুন, দীর্ঘদিন ধরেই বাংলায় এসআইআর নিয়ে তাল ঠুকছে পদ্ম শিবির। বিহারে এসআইআরের পরই এখানে হাওয়া গরম হয়েছে। যার জেরে এবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিজের দেশে ফেরার হিড়িক বেড়েছে। বিএসএফ সূত্রে খবর, গতবছর উত্তরবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরেছে ৪৫ জন অনুপ্রবেশকারী। এবার পাঁচমাসে প্রায় ১৮৬ জন। যা গত বছরের থেকে চারগুণ বেশি। 

    আইজি বলেন, ওই বাংলাদেশিরা বিভিন্ন সময় চোরাপথে এপারে অনুপ্রবেশ করেছে। অধিকাংশই এসেছে পেশার খোঁজে। হরিয়ানা, রাজস্থান, গুজরাত, দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে ছিল। এবার স্বেচ্ছায় নিজের দেশে ফিরছে। এদের অনেকের কাছে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড ছিল। সেগুলি বাজেয়াপ্ত করে নির্দিষ্ট মন্ত্রকে জমা দেওয়া হয়েছে। এদের সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়েছে। অপরাধের সঙ্গে যুক্ত ছিল কি না সেই খোঁজ নেওয়া হয়। তাদের বায়োমেট্রিক তথ্যও নেওয়া হয়েছে। তবে এখানকার সীমান্তে অনুপ্রবেশকারীদের জমায়েত হওয়ার কোনও ঘটনা ঘটেনি। একটি ফেক ভিডিও ছড়ানো হয়েছিল। 

    কিন্তু পাঁচমাসে গতবছরের থেকে চারগুণ বেশি বাংলাদেশে ফেরায় বিস্মিত বিভিন্ন মহল। তাদের বক্তব্য, দক্ষিণবঙ্গে এসআইআর আতঙ্কে অনেকে বাংলাদেশে ফিরছে। এখানেও ঠিক তাই। গোয়েন্দাদের একাংশের ধারণাও প্রায় একইরকম। উত্তরবঙ্গে বাংলাদেশ সীমান্ত প্রায় ৯৩৬ কিমি। মালদহ জেলার একাংশ থেকে কোচবিহারের মেখলিগঞ্জ পর্যন্ত তা বিস্তৃত। জল সীমান্তও রয়েছে। বিএসএফের উত্তরবঙ্গের আইজি বলেন, একবছরে সীমান্ত থেকে ৪৩৭ জন বাংলাদেশিকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যান্য দেশের ১১ জন অনুপ্রবেশকারীও ধরা পড়েছে। সোনা, রুপো, মাদক সহ প্রায় সাড়ে ৮ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। • সাংবাদিক বৈঠকে বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মুকেশ ত্যাগী। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)