ব্রতীন দাস, জলপাইগুড়ি: লাগাতার আন্দোলন ও থানায় এফআইআর, সাঁড়াশি চাপে শেষপর্যন্ত চা শ্রমিকদের বকেয়া পিএফ মেটাতে বাধ্য হল কেন্দ্রের অধীনস্থ সংস্থা। ভারী শিল্পমন্ত্রকের অধীন ওই সংস্থার ডুয়ার্সে চারটি চা বাগান রয়েছে। বাগানগুলিতে প্রায় ১০ কোটি টাকা পিএফ বকেয়া ছিল। অভিযোগ, শ্রমিকদের মজুরি থেকে প্রতিমাসে পিএফের টাকা কেটে নেওয়া হলেও দীর্ঘদিন ধরে জমা দেয়নি কর্তৃপক্ষ। এনিয়ে আন্দোলনে নামেন শ্রমিকরা। তাঁদের লাগাতার আন্দোলনের জেরে কেন্দ্রের অধীনস্থ ওই চা বাগানগুলিতে বকেয়া পিএফ নিয়ে পদক্ষেপ করে প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষ।
বানারহাট, কারবালা, নিউ ডুয়ার্স ও চুনাভাটি চা বাগানের পরিচালনার দায়িত্বে থাকা কেন্দ্রীয় সংস্থাটির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করে পিএফ অফিস। বিষয়টি নিয়ে দিল্লিতে সরব হন তৃণমূল কংগ্রেসের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এরই জেরে শেষমেশ শ্রমিকদের মজুরি থেকে পিএফের অংশ বাবদ যে টাকা কেটে নেওয়া হয়েছিল, গত মার্চ পর্যন্ত হিসেব করে তা পিএফ অফিসে জমা করেছে সংস্থাটি। তবে পিএফ খাতে শ্রমিকদের সমপরিমাণ যে টাকা মালিকপক্ষের জমা দেওয়ার কথা, ২০২৩ সালের এপ্রিল থেকে তা বকেয়া বলে সূত্রের খবর। শুধু তাই নয়, কেন্দ্রের অধীনস্থ ওই সংস্থার বাগানগুলিতে শ্রমিকদের মজুরি এবং গ্রাচ্যুইটি অনেকটাই পাওনা বলে দাবি তৃণমূলের চা বাগান শ্রমিক ইউনিয়নের। দ্রুত শ্রমিকদের সমস্ত পাওনাগন্ডা মেটানোর দাবি জানিয়েছে তারা।
বৃহস্পতিবার জলপাইগুড়ির আঞ্চলিক পিএফ কমিশনার পবন বনসাল বলেন, কেন্দ্রের অধীনস্থ একটি সংস্থার পরিচালনাধীন ডুয়ার্সের চারটি চা বাগানে শ্রমিকদের পিএফ বকেয়া থাকায় আমরা এফআইআর করেছিলাম। তারই প্রেক্ষিতে শ্রমিকদের কাছ থেকে পিএফের অংশ বাবদ যে টাকা কেটে নেওয়া হয়েছিল, তা জমা করেছে কর্তৃপক্ষ। অ্যাসেসমেন্ট চলছে। এই প্রক্রিয়া শেষ হলে ওই বাগানগুলিতে এখনও পিএফের কত টাকা বকেয়া তা বলা সম্ভব হবে।
নিউ ডুয়ার্স চা বাগানের ফ্যাক্টরি ইনচার্জ সমীহ দত্ত জানিয়েছেন, বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। কিছু মজুরি বাকি আছে ওটাও দিয়ে দেওয়া হবে। এদিকে, পিএফ অফিস সূত্রে খবর, কারবালা চা বাগানে ২০২৩ সালের মে মাস থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত শ্রমিকদের পিএফের টাকা কেটে নেওয়া হলেও জমা না পড়ায় এফআইআর করা হয়। বকেয়ার পরিমাণ ছিল প্রায় ২ কোটি ৯৪ লক্ষ টাকা। একই সময়কালে বানারহাট বাগানে বকেয়া দাঁড়ায় প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা। ২০২৩ সালের জুন থেকে ২০২৪-এর অক্টোবর পর্যন্ত নিউ ডুয়ার্সের শ্রমিকদের পিএফ খাতে বকেয়া ছিল ২ কোটিরও বেশি টাকা। ২০২৩ সালের আগস্ট থেকে চলতি বছরের মে পর্যন্ত শ্রমিকদের পিএফ জমা না পড়ায় চুনাভাটি বাগানের ক্ষেত্রে বকেয়ার পরিমাণ দাঁড়ায় প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা।
তৃণমূলের চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সঞ্জয় কুজুর বলেন, আন্দোলনের চাপে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ডুয়ার্সে তাদের চারটি বাগানে চা শ্রমিকদের পিএফের অংশ বাবদ চলতি মাসের মার্চ পর্যন্ত টাকা জমা করেছে। কিন্তু এপ্রিল থেকে ফের বকেয়া।