জিআই মিলতেই কার্শিয়াং থেকে ৪২৪ কেজি কমলা সংগ্রহ, যাবে কলকাতায়
বর্তমান | ০৫ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: জিআই ট্যাগ মিলতেই কলকাতায় পা রাখছে পাহাড়ের ‘রানি’! অর্থাৎ দার্জিলিংয়ের কমলা লেবু। আজ, শুক্রবার সন্ধ্যায় শিলিগুড়ি থেকে ট্রেনে কলকাতায় পাঠানো হবে ৪২৪ কেজি কমলা। এমন উদ্যোগ নিয়েছে কৃষি বিপণন দপ্তর। প্রশাসন সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গে সুফল বাংলা স্টলে ওই কমলা মিলবে ১৫ টাকা ৪৪ পয়সা পিস হিসেবে।
কৃষি বিপণন দপ্তরের শিলিগুড়ি দৈনিক নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব অনুপম মিত্র বলেন, রাজ্য সরকারের নির্দেশে পাহাড়ের চাষিদের কাছ থেকে কমলা সংগ্রহের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। তা প্যাকেটজাত করে কলকাতায় পাঠানো হবে। ১০ দিন আগে দার্জিলিংয়ের কমলা লেবুকে জিআই ট্যাগ দিয়েছে শিল্প ও বাণিজ্য মন্ত্রক। সেই ঘটনার পর জেলা প্রশাসন এখানকার কমল রপ্তানি করা নিয়ে জোর দিয়েছে। সেজন্য বৃহস্পতিবার কার্শিয়াংয়ের মহানদী গ্রাম পঞ্চায়েতের সিভিটার গ্রামের কমলা বাগান পরিদর্শন করেন প্রশাসনের আধিকারিকরা। তাঁরা স্থানীয় চাষিদের সঙ্গে বৈঠক করে কমলা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছেন।
প্রশাসন সূত্রে খবর, ওই বৈঠকে কৃষি বিপণন দপ্তরের উত্তরবঙ্গ জোনের ডেপুটি ডিরেক্টর সন্দীপ রায়, উদ্যানপালন দপ্তরের দার্জিলিংয়ের ডেপুটি ডিরেক্টর প্রভাস মণ্ডল, কৃষিদপ্তরের দার্জিলিং জেলার ডেপুটি ডিরেক্টর ইউনিস লেপচা প্রমুখ হাজিরছিলেন। সেখানেই মাঝারি আকৃতির কমলা ১৩২ টাকা কেজি দরে ছ’জন চাষির কাছ থেকে সংগ্রহ করা হয়। প্রতি কেজিতে গড়ে ১১টি করে লেবু আছে। সেগুলি কলকাতা সহ আশপাশের সুফল বাংলার স্টলে বিক্রি হবে ১৫ টাকা ৪৪ পয়সা পিস হিসেবে।
কৃষি বিপণন দপ্তরের আধিকারিকরা বলেন, গত বছর এখানকার কমলায় কলকাতায় পাঠিয়ে ব্যাপক সাড়া মিলেছে। তাই এবারও পাঠানো হচ্ছে। তবে জিআই মেলায় এবার কমলার চাহিদা আরও বাড়বে। তাই কমলা রপ্তানিতে জোর দেওয়া হচ্ছে।
শুধু কলকাতা নয়, এবার শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন সুফল বাংলার স্টলেও মিলবে পাহাড়ের কমলা। কৃষি বিপণন দপ্তর সূত্রের খবর, শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে সেই কমলা বিক্রি হবে ১২ টাকা পিস হিসেবে। এরপর পাহাড় থেকে আরও কিছু কমলা সংগ্রহ করা হতে পারে। স্থানীয়রা বলেন, রাজ্য সরকারের এই উদ্যোগ প্রশংসনীয়। এতে পাহাড়ে কমলা চাষের প্রসার ঘটবে।