এসআইআরের কাজ খতিয়ে দেখতে জেলায় নির্বাচন কমিশনের অবজার্ভার
বর্তমান | ০৫ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলার এসআইআরের কাজ সরেজমিনে খতিয়ে দেখলেন নির্বাচন কমিশনের অবজার্ভার অশ্বিনী কুমার যাদব। সরাসরি কথা বললেন বিএলও ও ভোটারদের সঙ্গে। বৃহস্পতিবার এসআইআরের কাজ দেখে সন্তোষ প্রকাশের পাশাপাশি আজ, শুক্রবার জেলাশাসক দপ্তরে সর্বদলীয় বৈঠকের পরিকল্পনা রয়েছে তাঁর।
এদিন বিকেলে অবজার্ভার এসে পৌঁছন রায়গঞ্জের বিডিও অফিসে। সেখান থেকে সরাসরি রায়গঞ্জ শহরের ১৩ নম্বর ওয়ার্ডে শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে যান তিনি। সঙ্গে ছিলেন জেলার অতিরিক্ত জেলাশাসক (জেলাপরিষদ) আজমল হোসেন, রায়গঞ্জের মহকুমাশাসক তন্ময় বন্দ্যোপাধ্যায়, জেলা নির্বাচন দপ্তরের আধিকারিক লপসাং তামাং সহ অন্য আধিকারিকরা। সেখানে কমিশনের অবজার্ভার ভোটারদের সঙ্গে কথা বলেন। এসআইআর ফর্মের রিসিভ কপি খতিয়ে দেখেন। বয়স্ক ভোটারদের সঙ্গে কথা বলার ব্যাপারেও তাঁর বাড়তি উৎসাহ ছিল। অন্যদিকে, বেশ কয়েকজন ভোটারের রিসিভ কপির সঙ্গে সংশ্লিষ্ট পোর্টালে ডিজিটাইজ ঠিক মতো হয়েছে কিনা, তাও দেখেন তিনি।
পরিদর্শন প্রসঙ্গে রায়গঞ্জের মহকুমাশাসক বলেন, ফিলআপ হওয়া ইনিউমারেশন ফর্ম ঠিকমতো ডিজিটাইজেশন হয়েছে কি না, অবজার্ভার সেটা খতিয়ে দেখেছেন। অবজার্ভার এসআইআর পর্বের কাজ নিয়ে সন্তুষ্ট। আগামী কাল হয়তো তিনি কিছু জায়গা ঘুরে দেখবেন।
প্রশাসন সূত্রে খবর, উত্তর দিনাজপুরে মোট ভোটার সংখ্যা ২৩ লক্ষ ১৯ হাজার ৮৯০ জন। তার মধ্যে ফর্ম বিলি আগেই সম্পূর্ণ হয়েছে। ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজও ৯৯ শতাংশ সম্পূর্ণ।
সূত্রের খবর,কমিশনের তরফে সময়সীমা বাড়ানোর পর বিএলওদের প্রাথমিকভাবে ধারণা ছিল যে, ডিজিটাইজেশনের জন্য সময় বৃদ্ধি করা হয়েছে। কিন্তু বাস্তবে যেসব ফর্ম ফিলআপ এবং ডিজিটাইজেশন হয়ে গিয়েছে, সেগুলি বিভিন্ন প্যারামিটারে ক্রস চেক করতে ফের ভোটারদের বাড়ি বাড়ি যেতে হচ্ছে। এতে নতুন করে কাজের চাপ বাড়ল বলে মনে করছেন জেলায় নিযুক্ত বিএলওরা।