মাথাভাঙার চেনাকাটায় বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশি পাচারকারীর
বর্তমান | ০৫ ডিসেম্বর ২০২৫
সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা-১ ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্তের চেনাকাটা বিওপি এলাকায় বিএসএফের গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশি পাচারকারীর। মৃত বাংলাদেশির নাম সবুজ হোসেন (২৯)। তার বাড়ি বাংলাদেশের লালমণিরহাট জেলার পাটগ্রামে।
বিএসএফ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে একদল পাচারকারী সীমান্তে জড়ো হয়েছিল। কাঁটাতার লাগোয়া এলাকায় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা টের পেয়ে বাধা দেন। অভিযোগ, ওই সময়ে পাচারকারীরা দলবেঁধে বিএসএফ জওয়ানদের উপর আক্রমণ করতে উদ্যত হয়। পাচারকারীদের হাতে দা, কুড়ুল সহ ধারালো অস্ত্র ছিল। বিএসএফ জওয়ানরা আত্মরক্ষার্থে গুলি চালালে এক পাচারকারী গুরুতর জখম হয়। ভোরে ওই পচারকারীকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসে বিএসএফ। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রসঙ্গত, প্রতিবছর শীতের সময়ে সীমান্তে দৌরাত্ম্য বৃদ্ধি পায় পাচারকারীদের। বেপরোয়া পাচারকারীদের বিরুদ্ধে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের উপর হামলা করার অভিযোগও ওঠে বারবার। প্রতিবছর পাচারকারী-বিএসএফের সংঘর্ষে মৃত্যু হয় পাচারকারীর। অতীতে কয়েকজন বিএসএফ জওয়ানের মৃত্যুর ঘটনাও ঘটেছে।
ঘন কুয়াশা, ঠান্ডার সুযোগকে কাজে লাগিয়ে কাঁটাতারের বেড়া কেটে কখনও গোরু কখনও নেশার দ্রব্য সহ অন্যান্য সামগ্রী পাচার করা হয় বাংলাদেশে। তবে এদিন কী পাচার করা হচ্ছিল তা পরিষ্কার করে বলেনি বিএসএফ। পুলিশ জানিয়েছে, বিএসএফ পাচারকারীদের ফেলে যাওয়া দা উদ্ধার করেছে।
অন্যদিকে, এদিন মৃতদেহ ময়নাতদন্ত করা হয়েছে। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় চক্রবর্তী বলেন, চেনাকাটায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি পাচারকারীর মৃত্যু হয়েছে। বিএসএফের তরফে জানানো হয়েছে, পাচারকারীরা দলবেঁধে সীমান্তে কর্তব্যরত জওয়ানদের উপর হামলা করেছিল। সেই সময়ে এক বিএসএফ জওয়ান গুলি চালান। একজন জখমকে পাচারকারীকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিএসএফ হামলাকারীদের কাছ থেকে উদ্ধার করা ধারালো অস্ত্র জমা করেছে। মৃতদেহটি এদিন ময়নাতদন্ত করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। • নিজস্ব চিত্র।