• পুলকার দুর্ঘটনা রোধে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবে পরিবহণ দপ্তর
    বর্তমান | ০৫ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: উলুবেড়িয়ায় পুলকার দুর্ঘটনায় তিন খুদের মৃত্যুর ঘটনায় এবার নড়েচড়ে বসল পরিবহণ দপ্তর। আরামবাগে স্কুলে স্কুলে ভিজিট শুরু করেছেন পরিবহণ দপ্তরের কর্তারা। পুলকার দুর্ঘটনা রুখতে দেওয়া হয়েছে গুচ্ছ নির্দেশও। বেসরকারি স্কুলগুলিতে চলাচল করছে, এমন পড়ুয়া বহনকারী গাড়ি ও তাদের চালকদের তথ্য পরিবহণ দপ্তরকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আরামবাগ ও গোঘাট থানার চারটি স্কুলে যান পরিবহণ দপ্তরের অফিসাররা। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের সঙ্গে কথা বলে বেশ কিছু গাইডলাইন দেওয়া হয়েছে বলে খবর। 

    আরামবাগের এআরটিও দেবাশিস সরকার বলেন, আমাদের লক্ষ্য পড়ুয়া বহনকারী স্কুলবাস বা অন্যান্য গাড়িগুলিতে খুদেরা নিরাপদে যাতায়াত করুক। সেইজন্য দপ্তরের তরফে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের মধ্যে একটি সেতু বন্ধনের কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিভাবকদের পাশাপাশি গাড়ির চালক ও মালিকদের নিয়ে সচেতনতামূলক শিবিরও করা হবে। গাড়িগুলির স্বাস্থ্যের দিকে নিয়মিত নজর রাখতে বলা হচ্ছে। তারপরও যদিও কোনও ধরনের অনিয়ম পাওয়া যায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

    উল্লেখ্য, কিছুদিন আগে হাওড়ার উলুবেড়িয়ায় পুলকার দুর্ঘটনায় তিন খুদে পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু হয়। সেই ঘটনায় গোটা রাজ্যজুড়েই পুলকার চেকিংয়ে বিশেষ নজর দিয়েছে পুলিশ প্রশাসন। পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, আরামবাগ মহকুমায় বেশ কয়েকটি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে। সেখানে বিভিন্ন এলাকার ছাত্রছাত্রীরা পড়ে। অনেক ক্ষেত্রেই দেখা যায় খুদে পড়ুয়ারা নানা গাড়িতে চেপে বাড়ি থেকে স্কুলে যাতায়াত করছে। সেই সব গাড়ির স্বাস্থ্য কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি অনেক গাড়িতে আসন সংখ্যার অতিরিক্ত ছাত্রছাত্রীকে গাদাগাদি করে নিয়ে যাওয়া হচ্ছে। কখনো কখনো একই গাড়ি দু’টি ট্রিপ দেওয়ার জন্য তাড়াহুড়ো করে চলছে। ইতিমধ্যেই আরামবাগ থানার পুলিশ বেশ কয়েকটি পুলকারে চেকিং চালিয়েছে। এবার পরিবহণ দপ্তরও গুচ্ছ পদক্ষেপ নিতে চলেছে। 

    পরিবহণ দপ্তরের কর্তারা জানিয়েছেন, সংশ্লিষ্ট স্কুলে কত গাড়ি চলাচল করে তার তথ্য চাওয়া হয়েছে। এমনকি, চালকদের ব্যাপারেও তথ্য দিতে বলা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবক প্রতিনিধি নিয়ে পরিবহণ দপ্তর একটি হোয়াটস অ্যাপ গ্ৰুপ খুলতে চাইছে। তাতে পরিবহণ দপ্তরের তরফে বিভিন্ন ধরনের নির্দেশিকা পাঠানো হবে। এমনকি, সংশ্লিষ্ট গাড়িগুলির স্বাস্থ্য ঠিক আছে কি না, তা খতিয়ে দেখার জন্য সরকার স্বীকৃত অ্যাপ দেখার ব্যাপারেও অভিভাবকদের সচেতন করা হবে। এছাড়া বাকি প্রয়োজনীয় নথি পরীক্ষা পরিবহণ দপ্তরই করবে। পরিবহণ দপ্তরের এক কর্তা বলেন, কোনও গাড়ির বিরুদ্ধে অনিয়ম পাওয়া গেলে তা সংশোধনের সুযোগ দেওয়া হবে। তারপরেও যদি না সংশোধন না করা হয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 
  • Link to this news (বর্তমান)