• বীরভূমে ১২ দিনে বাজেয়াপ্ত ৮০টি বোমা, গ্রেফতার শূন্য!
    বর্তমান | ০৫ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বীরভূমের একের পর এক এলাকা থেকে বোমা উদ্ধার করছে পুলিশ। তা নিষ্ক্রিয় করছে বম্ব স্কোয়াড। কিন্তু এখনও বোমা উদ্ধারের ঘটনায় উল্লেখযোগ্য কাউকে গ্রেফতারও করতে পারেনি পুলিশ। কোথা থেকে আসছে এত বোমা? কারা তৈরি করছে? কারা মজুত করছে? এই নিয়েই প্রশ্ন তুলছেন বিরোধীরা। তাদের অভিযোগ, বোমা উদ্ধার হলেও আসল তদন্তে পুলিশ পিছিয়ে। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২২ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর, ১২ দিনে জেলার ছ’জায়গায় অন্তত ৮০টি বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবারও সিউড়ি শহরের ১৬ নম্বর ওয়ার্ডের আবদারপুর এলাকায় আম্রুত-২ জলপ্রকল্পের প্রাচীরের ধার থেকে দু’টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। বম্ব স্কোয়াড সেগুলি নিষ্ক্রিয় করে। এর আগে ২২ নভেম্বর পাড়ুই থানার অন্তর্গত কেন্দ্রডাঙল গ্রামে একটি ঝোপের মধ্যে ১৫টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। একইদিনে দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পাকুরিয়া ও বেলবুনি গ্রামের মাঝে থাকা জঙ্গলের ঝোপ থেকে তাজা বোমা উদ্ধার করে দুবরাজপুর থানার অন্তর্গত বক্রেশ্বর ফাঁড়ির পুলিশ। ওইদিনই সিউড়ি-২ ব্লকের পুরন্দরপুরে কুড়িয়ে পাওয়া বোমাকে বল ভেবে খেলতে গিয়ে হাতের অঙুল ওড়ে ১২ বছরে এক বালকের। গত ২৮ নভেম্বর ইলামবাজার থানার মহিষাপুর গ্রাম সংলগ্ন এলাকায় একটি বড় প্লাস্টিকের জারে প্রায় ১০টি তাজা বোমা উদ্ধার হয়। নানুরের মোহনপুর গ্রামে ৩০টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। 

    অবশ্য, বীরভূমে বোমা উদ্ধারের ঘটনা নতুন কিছু নয়। এলাকা দখলের লড়াইয়ে বোমাতেই জবাব দিতে ‘অভ্যস্ত’ দুষ্কৃতীরা। বিরোধীরা প্রায়শই অভিযোগ করে, বোমা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে বীরভূম। লাগাতার বোমা উদ্ধারের ঘটনায় খোদ মুখ্যমন্ত্রীও একাধিকবার পুলিশকে সতর্ক করেছে। কিন্তু বন্ধ হয়নি কিছুই। তবে, ভোটের আগে এভাবে বোমা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধীরা। জেলা পুলিশ সুপার আমনদীপ বলেন, অভিযান বাড়ানো হয়েছে। তাই দুষ্কৃতীরা ভয়ে বোমা রেখে পালাচ্ছে। 

    বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামপদ মণ্ডল বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নিজেদের বাড়িতে বোমা মজুত করছে। নেতারা তাতে মদত দিচ্ছে। তৃণমূলের হাত ধরেই এই বোমা-বারুদের সংস্কৃতির আমদানি হচ্ছে। দুবরাজপুরের বিজেপির বিধায়ক অনুপ সাহা বলেন, ভোট যত এগিয়ে আসবে, ততই বোমা উদ্ধার হবে। অথচ পুলিশ প্রশাসন এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করে তোলাবাজিতে ব্যস্ত। যদিও তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ বলেন, বোমার আমদানি হয়েছে সিপিএমের হাত ধরেই। এখন বামেদের হার্মাদরা বিজেপিতে এসে সেই পুরাতন সংস্কৃতির আমদানি করতে চাইছে। তবে এতে লাভ হবে না। 
  • Link to this news (বর্তমান)