পশ্চিম মেদিনীপুর জেলায় মৃত ভোটারের সংখ্যা ৮৩ হাজার
বর্তমান | ০৫ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলায় মৃত ভোটারের সংখ্যা ৮৩ হাজারের বেশি। ১৫টি বিধানসভা এলাকার এই তথ্য সামনে আসতেই জেলাজুড়ে শোরগোল পড়েছে। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ৪০ লক্ষ ১৫ হাজার ৪০২ জনকে এসআইআর ফর্ম দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত ৩৮ লক্ষ ৩৯৩৭ জন ভোটারের তথ্য ডিজিটাইজেশন হয়ে গিয়েছে। ৪৯৫টি ফর্ম ভোটারের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। তার মধ্যে দাঁতন বিধানসভায় ১১০জন , নারায়ণগড় বিধানসভায় ১০৩ জন, খড়্গপুর সদর ব্লকে ৮৪ জন রয়েছেন।
জেলার এক বিএলও বলেন, নির্বাচন কমিশনের অনলাইন সিস্টেমে খুবই সমস্যা হচ্ছে। লিঙ্ক চলে যাওয়ায় কাজের গতি হ্রাস পেয়েছে। এছাড়া লোকবল কম। বহু এলাকায় রাজনৈতিক দলের তরফে থাকা বুথ লেভেল এজেন্টদের দেখা মেলেনি। এখনও ১৫ হাজার ৫৭৮ জনের ফর্ম ডিজিটাইজেশন হয়নি। এছাড়া তথ্য অনুসারে স্থানান্তর ভোটারের সংখ্যা ৬৬ হাজার ৫০৮।
উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার ভোটারের সংখ্যা ৪০ লক্ষ ১৫ হাজার ৮৯৭। তার মধ্যে পুরুষ ভোটার ২০ লক্ষ ২৪ হাজার ২০৩ জন ও মহিলা ভোটার ১৯ লক্ষ ৯১ হাজার ৬৪৪ জন। এসআইআরের কাজে চার হাজারের বেশি বিএলও কাজ করেছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পরিবারের সদস্যরা মৃত ভোটারের নাম, তথ্য(ডেথ সার্টিফিকেট) উল্লেখ করে তা বিএলও-দের কাছে জমা করেছেন। পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে শুধু মেদিনীপুর সদর বিধানসভায় ১২ হাজার আট জন, কেশপুর বিধানসভায় ৭৫৭৫ জন, শালবনী বিধানসভায় ৬৬৮০ জন, খড়্গপুর সদর বিধানসভায় ৮৮৯৬ জন, ঘাটাল বিধানসভায় ৩৪৭৬ জন, ডেবরা বিধানসভায় ৩০৩০ জন ও সবং বিধানসভায় ৩০২০ জন মৃত ভোটার রয়েছে। পাশাপাশি শুধু খড়্গপুর সদর বিধানসভায় ৮৬৮৪ জন ভোটার স্থানান্তরিত হয়েছেন।
জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মহম্মদ রফিক বলেন, নির্বাচনে আমাদের প্রধান অস্ত্র হচ্ছে উন্নয়ন। বিজেপির এই নীতি বুমেরাং হবে। মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে। মোদি সরকার ফের মানুষকে রাস্তায় নামিয়েছে। যা সাধারণ মানুষ ভালো চোখে দেখেননি। এর জবাব মানুষ ভোট বাক্সে দেবেন। এনিয়ে সরব হয়েছে বিজেপিও। জেলা বিজেপির সহ সভাপতি শঙ্কর গুছাইত বলেন, এই মৃত ভোটারদের কাজে লাগাত তৃণমূল। মৃত ভোটার বাদ চলে যাওয়ায় তৃণমূল নেতারা ব্যাকফুটে চলে যাবে। এখনও মানুষকে ভুল বোঝাচ্ছেন তৃণমূল নেতারা। আমরাও পথে নামার প্রস্তুতি নিচ্ছি।