• উলুবেড়িয়ায় ফের আক্রান্ত স্বর্ণ ব্যবসায়ী, ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ
    বর্তমান | ০৫ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: দিন কয়েক আগে ফুলেশ্বরের ১১ ফটক এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা ও সোনার গয়না সহ ব্যাগ ছিনতাই করে পালিয়েছিল দুই দুষ্কৃতী। সেই ঘটনার তদন্তে নেমে উলুবেড়িয়া থানার পুলিশ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উলুবেড়িয়া থানার পূর্ব কালীনগরে হুগলি নদীর বাঁধের রাস্তায়। এই ঘটনায় অশোক দে নামের ওই ব্যবসায়ী আহত হয়েছেন। তাঁকে উলুবেড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    জানা গিয়েছে, উলুবেড়িয়া থানার কাজিয়াখালি রাঙামাটি এলাকায় অশোক দে’র সোনার দোকান রয়েছে। প্রতিদিনের মতো বুধবার রাতে তিনি দোকান বন্ধ করে বাইকে চেপে বাঁধের রাস্তা দিয়ে উলুবেড়িয়ার গঙ্গারামপুরে বাড়িতে ফিরছিলেন। অশোকবাবুর অভিযোগ, ‘পূর্ব কালীনগরের কাছে রাস্তার পাশে অন্ধকারে দুই দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় দাঁড়িয়েছিল। তারা বাঁশ দিয়ে আমার হাতে মারে। আচমকা ঘটনাটি ঘটায় বাইক থেকে পড়ে হাত ভেঙেছে আমার। ওই অবস্থায় চিৎকার করলে দুষ্কৃতীরা জমিতে নেমে পালিয়ে যায়। পথচারীরাই আমাকে উদ্ধার করে উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।’ ব্যবসায়ীর দাবি, দুষ্কৃতীরা ব্যাগ ছিনতাইয়ের লক্ষ্যেই তাঁর হাতে বাঁশ দিয়ে মেরেছিল। কিন্তু শেষ অবধি তারা ব্যাগ নিতে পারেনি। এই ঘটনায় আতঙ্কিত ওই স্বর্ণ ব্যবসায়ী। উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
  • Link to this news (বর্তমান)