নিজস্ব প্রতিনিধি, হাওড়া: অতিরিক্ত কাজের চাপে ডোমজুড়ে অসুস্থ হয়ে পড়েছেন সলপ-১ পঞ্চায়েতের ৬৩ নম্বর পার্টের বিএলও অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। তিনি কাঁকুড়গাছির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবারই তাঁর স্ত্রী মৌমিতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন তিনি। বৃহস্পতিবার অসুস্থ বিএলও অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী মৌমিতা বন্দ্যোপাধ্যায় জেলাশাসকের সঙ্গে দেখা করতে যান। স্বামীর চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আর্জি জানিয়ে জেলাশাসক পি দীপাপ প্রিয়ার হাতে চিঠি তুলে দেন তিনি। জেলাশাসক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। মৌমিতাদেবী জানান, অনির্বাণবাবুর চিকিৎসার পিছনে আগেই প্রভিডেন্ট ফান্ড থেকে প্রচুর টাকা খরচ হয়ে গিয়েছে। মাথার উপর লোনের বোঝাও রয়েছে। এই পরিস্থিতিতে কমিশন যেন তাঁর স্বামীর চিকিৎসার দায়িত্ব নেয়। কিন্তু, এখনও পর্যন্ত কোনও পক্ষের তরফেই পাকাপাকি প্রতিশ্রুতি আসেনি বলে দাবি বিএলও-র স্ত্রীর। তিনি স্বামীর অসুস্থতার জন্য দুষেছেন নির্বাচন কমিশনকেই।