• সন্ধ্যা নামলে অন্ধকারে ডোবে সূর্যপুর সেতু, ঘটছে দুর্ঘটনাও
    বর্তমান | ০৫ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: দুর্গাপুজোর আগে ঘটা করে উদ্বোধন হয়েছিল বারুইপুরের সূর্যপুর সেতু। কিন্তু সদা ব্যস্ত এই সেতু উদ্বোধনের পর থেকেই বিদ্যুৎহীন। নেই কোনও আলোর ব্যবস্থা। ফলে বিপজ্জনকভাবে যাতায়াত করতে হচ্ছে গাড়িচালকদের। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ এলাকার বাসিন্দা থেকে ব্যবসায়ীরা। অভিযোগ, এই ব্যাপারে বারংবার প্রশাসনকে জানানো হলেও কোনও কাজ হয়নি। এই প্রসঙ্গে বারুইপুরের পূর্তবিভাগের ইলেকট্রিকাল দপ্তরের এক অফিসার বলেন, সমস্যার কথা জানি। বিষয়টি দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন ও বারুইপুর মহকুমা প্রশাসনকে জানানোও আছে। এনিয়ে কোনও কাজ করার নির্দেশ উপরের মহল থেকে এলে তখন দেখা হবে। তাহলে কবে এই সমস্যা মিটবে? এই প্রশ্নে নিরুত্তর থেকেছেন ওই অফিসার। বারুইপুর থেকে কুলপি সংযোগকারী এই সেতু। কয়েকশো গাড়ি নিত্য চলাচল করে সেতুটি দিয়ে। ২০২২ সালে পুরনো বেহাল সেতু ভাঙার কাজ শুরু করেছিল পূর্তদপ্তর। আড়াই বছর পর নতুন করে সেতু তৈরি হয়। দুর্গাপুজোর আগে তার উদ্বোধন করেন বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বর্তমান সেতুটি প্রায় ১৬ মিটার চওড়া। সেতু তৈরিতে ব্যয় হয়েছিল ৭ কোটি ৬৫ লক্ষ টাকা। সেতুর দুইদিকে রাস্তায় দোকানগুলির আলোয় রাস্তা আলোকিত হয়। বাকি পুরো রাস্তা সহ সেতু অন্ধকার। এলাকার বাসিন্দারা বলেন, অন্ধকারে গাড়ি চলাচলে খুব অসুবিধা হয়। সাধারণ মানুষ সন্ধ্যার পরে সেতু দিয়ে হেঁটে যাতায়াত করতে পারে না। এই সমস্যা উদ্বোধনের পর থেকেই রয়েছে। গুরুত্বপূর্ণ এই সেতুতে অবিলম্বে আলোর ব্যবস্থা করুক প্রশাসন। তবে এর আগেও সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু কাজ হয়নি। প্রশাসনের অফিসাররাও নিত্য যাতায়াত করেন সেতুটি দিয়ে। সব দেখেও তাঁরা নীরব।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)