• আমাদের পাড়া শিবিরের আবেদন থেকে রাস্তা তৈরি হচ্ছে বাদুড়িয়ায়
    বর্তমান | ০৫ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাস্তার দৈর্ঘ্য বেশি নয়। তবুও বারেবারে আবেদন করেও মেলেনি তা তৈরির অনুমোদন। শেষে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পে অভিযোগ জানিয়ে পাওয়া গেল রাস্তা। সেইমতো প্রায় দু’লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে রাস্তাটি। ঘটনাটি বাদুড়িয়ার রামচন্দ্রপুর-উদয় গ্রাম পঞ্চায়েতের কর্মকারপাড়ার।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কর্মকারপাড়ায় একটি সময় ১০০টি পরিবারের বসবাস ছিল। কিন্তু মূল রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল থাকার ফলে অনেকেই অন্যত্র চলে গিয়েছেন। বর্ষাকালে চোখের জল ফেলে কাদা-জল ডিঙিয়ে চলাফেরা ছিল নিয়ম। বারবার দরবার করার পর ভোটের আগে প্রতিশ্রুতি মিললেও, ভোটের পরে আর মেলেনি রাস্তা। বছরের পর বছর অন্ধকারেই আটকে ছিল পাড়ার স্বপ্ন। কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে বদলে যায় এলাকার পরিস্থিতি। মাসদেড়েক আগে কর্মকারপাড়ার বাসিন্দারা আবেদন করেন রাস্তার জন্য। সেই আবেদনই কাজ দেয়। ইতিমধ্যেই ১ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ করে শুরু হয়েছে প্রায় ৭০০ মিটার রাস্তার কাজ। স্থানীয় বাসিন্দা শম্পা কর্মকার ও সীমা কর্মকার বলেন, এতদিন ধরে আমাদের চূড়ান্ত সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল। এবার কিছুটা হলেও সমস্যার সমাধান হবে। এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এ নিয়ে পঞ্চায়েত প্রধান শফিকুল মণ্ডল বলেন, ক্যাম্পে মানুষ আবেদন করেছিলেন। সরকারিভাবে অনুমোদন হয়েছে। আগামীতে রাস্তাটিকে পিচ করার ভাবনা নেওয়া হবে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)