• হালিশহরে দু’কোটি খরচে বসছে আধুনিক ক্যামেরা, রামপ্রসাদের ভিটে সহ সব তীর্থস্থানেই চলবে নজরদারি
    বর্তমান | ০৫ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: রামপ্রসাদের ভিটে থেকে সিদ্ধেশ্বরী কালী মন্দির, প্রাচীন শহর হালিশহরে একাধিক তীর্থক্ষেত্র বা পর্যটন স্থান রয়েছে। রয়েছে ১৩টি গঙ্গার ঘাটও। এইসব স্থানগুলিকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করতে হালিশহর পুরসভা ‘পর্যটনে হালিশহর’ নামে একটি প্রকল্প গ্রহণ করেছে। এর মাধ্যমে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে গোটা শহরকে। তৈরি হয়েছে রাস্তাঘাট। বসানো হয়েছে আলো। সাজানো হচ্ছে গঙ্গার ঘাট। এবার গোটা হালিশহরকে ক্যামেরাবন্দি করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ২ কোটি টাকা খরচ করে গোটা হালিশহরে উন্নতমানের ক্যামেরা বসানো হবে বলে জানা গিয়েছে।

    পুর কর্তৃপক্ষের বক্তব্য, এর ফলে অপরাধও অনেকটা নিয়ন্ত্রণে আসবে। গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে ক্যামেরা থাকলে অপরাধীদের শনাক্ত করার ক্ষেত্রেও খুবই সুবিধা হবে। তাই গোটা হালিশহরকে ক্যামেরার মাধ্যমে় নজরবন্দি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

    পুরদপ্তর এ ব্যাপারে একটি পরিকল্পনা তৈরি করেছে। মূলত রামপ্রসাদের ভিটে, রামপ্রসাদের ঘাট, সিদ্ধেশ্বরী কালীমন্দির, চৈতন্য ডোবা, হালিশহর স্টেশন রোড, লোকসংস্কৃতি ভবন, হালিশহর পুরসভা, ডানলপ ঘাট সহ তেরোটি গঙ্গার ঘাট, লোকমাতা রানি রাসমণির বাড়ি, স্বাধীনতা সংগ্রামী বিপিনবিহারী গঙ্গোপাধ্যায়ের বাড়ি– সবই ক্যামেরার নজরে থাকবে। গোটা পরিকল্পনা নিয়ে স্থানীয় বিধায়ক সুবোধ অধিকারী পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে আলোচনা করেছেন। এজন্য একটি বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) জমা পড়েছে। খুব শীঘ্রই পুরদপ্তর এই প্রকল্পের কাজ শুরু করবে বলে জানা গিয়েছে। স্থানীয় বিধায়ক সুবোধ অধিকারী জানিয়েছেন, ঐতিহাসিক শহর হালিশহরে ৩০০ বছরের প্রাচীন সাধক কবি রামপ্রসাদ সেনের ভিটেতে দূরদূরান্ত থেকে মানুষ আসে। পুজো দিয়ে সারাদিন কাটায়। রামপ্রসাদের ভিটে সাজিয়ে তোলার জন্য পর্যটন দপ্তর প্রায় এক কোটি টাকার পরিকল্পনা নিয়েছে। এর প্রথম পর্যায়ের কাজ শুরু হয়ে গিয়েছে। এবার পুরদপ্তর দু’কোটি টাকা খরচ করে গোটা হালিশহরকে আধুনিক ক্যামেরায় মুড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খুব শীঘ্রই তার কাজ শুরু হবে। আগামী বিধানসভা নির্বাচনের আগে এইসব ক্যামেরা বসানো হয়ে গেলে তা আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে খুবই উপকারে লাগবে বলে প্রশাসনিক কর্তারাও মনে করছেন।   নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)