• ১০ বেডের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের কাজ চলছে জোরকদমে
    বর্তমান | ০৫ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: দীর্ঘ পাঁচ বছর ধরে মন্দিরবাজারে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের জন্য জমি বরাদ্দ হয়ে পড়েছিল। কয়েক মাস আগে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি নির্মাণের জন্য স্বাস্থ্যদপ্তরের অনুমোদন মিলেছে। তারপরেই জোরকদমে নির্মাণের কাজ শুরু হয়েছে। বিধায়ক জয়দেব হালদার বলেন, ১০ বেডের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসে এর উদ্বোধন হতে পারে।মন্দিরবাজার ব্লকের কেঁচারকুড় পঞ্চায়েতের সদাশিবপুর মৌজায় আট বিঘা জমি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের জন্য রাখা হয়েছিল।

     মন্দিরবাজার ব্লকে কোনও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ছিল না। তাই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল স্বাস্থ্যকেন্দ্র তৈরির। বিধায়ক জয়দেব হালদার নিজে উদ্যোগী হয়েছিলেন এই ব্যাপারে। এটি তৈরি হলে দক্ষিণ বিষ্ণুপুর, চাঁদপুর-চৈতন্যপুর, কেঁচারকুড়, নিশাপুর, জগদীশপুর পঞ্চায়েত এলাকার কয়েক হাজার বাসিন্দা পরিষেবা পেতে পারেন। মন্দিরবাজার বটতলা থেকে নাইয়ারাট গ্রামীণ হাসপাতালের দূরত্ব ন’ কিলোমিটার। হাসপাতালে রোগী নিয়ে যেতে কালঘাম ছোটে গ্রামবাসীদের। সন্ধ্যার পরে হাসপাতালে যাওয়ার জন্য বটতলা থেকে কোনও গাড়ি পাওয়া যায় না বলে অভিযোগ তাঁদের। স্বাস্থ্যবিভাগ সূত্রে খবর, তিনজন চিকিৎসক, দু’জন নার্স, দু’জন গ্ৰুপ ডি কর্মী থাকবেন এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)