নিউটাউনের পর বাগুইআটি, ট্রাফিক আইন ভাঙলেই পৌঁছে যাবে মেসেজ
বর্তমান | ০৫ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কখনও ট্রাফিক সিগনাল পরোয়া না করে চলে যাতায়াত। কখনও ইচ্ছেমতো ওভারস্পিড তোলা। গাড়ি-বাইক চালকদের উপর নিয়ন্ত্রণ আনতে নিউটাউনে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করেছে বিধাননগর কমিশনারেট। এবার বাগুইআটির ভিআইপি রোডেও এই স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হতে চলেছে। রাস্তায় আইন ভাঙলে কিছুক্ষণের মধ্যে মোবাইলে পৌঁছে যাবে ট্রাফিক চালানের মেসেজ। এখন পুলিশ হাতেনাতে ধরলে বেপরোয়া চালকরা পার পেয়ে যান। কিন্তু সেই পার পাওয়ার দিন শেষ হতে চলেছে।
কলকাতা শহরের একাধিক জায়গায় এই ধরনের স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু আছে। তবে বিধাননগর কমিশনারেট এলাকায় ছিল না। কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের আগস্ট মাসে নিউটাউনের বেশ কয়েকটি লোকেশনে এই ব্যবস্থা চালু হয়েছে। তারপর সতর্ক হয়েছেন চালকরা। সরকারি নথিতেই সেই তথ্য মিলেছিল। কারণ চালু হওয়ার পর প্রথম মাসে নিউটাউনে ৪১ হাজার গাড়ি-বাইকের চালান গিয়েছিল। জরিমানা ধার্য হয়েছিল রায় ছ’কোটি টাকার। সকলের মোবাইলে চালানের মেসেজ ঢুকতেই বুঝে যান, নিউটাউনে অটোমেটিক ক্যামেরা বসেছে। তারপরই সকলে ট্রাফিক আইন মানার জন্য গাড়ি নিয়ন্ত্রণ শুরু করেন। পরের মাসে মাত্র চার হাজার গাড়ি-বাইকের চালান হয়।
পুলিশের দাবি, ট্রাফিক নিয়ন্ত্রণের জন্যই বাগুইআটিতেও এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তার জন্য বাগুইআটি থানা এলাকার ভিআইপি রোডের সিগনালে বসানো হবে অটোমেটিক নম্বর প্লেট রিডার ক্যামেরা। এই ধরনের ক্যামেরা গাড়ির নম্বর প্লেট রিড করতে অর্থাৎ পড়তে পারে। যাঁর নামে গাড়ি বা বাইকের রেজিস্ট্রেশন থাকে সিগনাল ভাঙলেই তাঁর মোবাইল নম্বরে জরিমানার মেসেজ যাবে। বর্তমানে ট্রাফিক আইন ভাঙার ন্যূনতম জরিমানা ৫০০ টাকা! কমিশনারেটের এক পদস্থ কর্তা বলেন, নিউটাউনে সাফল্য মিলেছে। সেই একই ব্যবস্থা বাগুইআটিতে চালু করা হবে। কোন কোন সিগনালে অটোমেটিক ক্যামেরা বসবে? সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে এলেই ওই বিষয়টি চূড়ান্ত হবে এবং দ্রুত কাজও শুরু হয়ে যাবে।