অবৈধভাবে আটক মামলা, কোর্টে ক্যামেরার ফুটেজ জমা দিতেই ব্যর্থ পুলিশ
বর্তমান | ০৫ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক প্রতারণার ঘটনায় অভিযুক্তকে ২৪ ঘণ্টা বেআইনিভাবে আটকে রাখা হয়েছে। অভিযুক্তের আইনজীবীরা এ নিয়ে অভিযোগ জানালে আলিপুর আদালত থানার সিসি ক্যামেরার ফুটেজ জমা দিতে বলেছিল। কিন্তু সেই ফুটেজ আদালতে জমাই দিতে পারল না প্রগতি ময়দান থানা। পুলিশের তরফে বলা হয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ অ্যাকসেস করার ক্ষমতা তাদের নেই। একটি বেসরকারি সংস্থা এই বিষয়টি দেখভাল করে। এর প্রেক্ষিতে আদালত ওই ফুটেজ অ্যাকসেস করে তা পেশ করার নির্দেশ দিয়েছে।
প্রগতি ময়দান এলাকার একটি অলংকার তৈরির কারখানার ডেটাবেস বিক্রি করে দিয়েছে এক কর্মী। এই মর্মে প্রগতি ময়দান থানায় অভিযোগ করে ওই কোম্পানি। তার ভিত্তিতে ২৫ নভেম্বর বিকেল ৫টার সময় কৌশিক বন্দ্যোপাধ্যায় নামের ওই কর্মীকে অভিযুক্ত হিসেবে থানায় নিয়ে আসেন তদন্তকারী অফিসার। কিন্তু ওইদিন তাঁকে গ্রেফতার দেখানো হয়নি। অভিযোগ, বেআইনিভাবে তাকে আটকে রাখা হয়। ২৬ নভেম্বর সন্ধ্যায় গ্রেফতার করা হয়। আলিপুর আদালতে হাজির করানো হয় ২৭ তারিখ। কেন বেআইনিভাবে অভিযুক্তকে ২৪ ঘণ্টা আটকে রাখা হলো, তা নিয়ে আদালতে প্রশ্ন তোলেন তাঁর আইনজীবীরা। তার ভিত্তিতে বিচারক নির্দেশ দেন, ৪ ডিসেম্বর থানার সিসি ক্যামেরার ফুটেজ জমা দিতে হবে। বৃহস্পতিবার প্রগতি ময়দান থানা জানায়, সিসি ক্যামেরার ফুটেজ তাদের হাতে নেই। তার অ্যাকসেস একটি বেসরকারি সংস্থার হাতে। এরপরই অভিযুক্তের আইনজীবী সৌরভ দাস বলেন, সিসি ক্যামেরার ফুটেজে থানার অ্যাকসেস নেই, এটা কীভাবে সম্ভব? ওই ক্যামেরা ওসির ঘর থেকে নিয়ন্ত্রিত হয়। হেফাজতে মৃত্যু হয়েছে কি না, কাউকে বেআইনিভাবে আটক করা হয়েছে কি না বা অভিযুক্তকে মারধর করা হচ্ছে কি না, তা দেখার জন্যই সর্বোচ্চ আদালতের নির্দেশে থানায় ক্যামেরা লাগানো হয়। এরপরই বিচারক পুলিশকে ফুটেজ অ্যাকসেস করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে এদিন অভিযুক্তকে আলিপুর আদালতে তোলা হলে তাঁকে ফের পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দেন বিচারক।