শহরের দুটি স্পর্শকাতর এলাকায় সারা দিনই অকেজো একিউআই গণনা যন্ত্র!
বর্তমান | ০৫ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীতের তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে ক্রমশ খারাপ হচ্ছে কলকাতার বাতাসে দূষণের সূচক (একিউআই)। তারই মধ্যে বৃহস্পতিবার দেখা গেল, শহরের একিউআই মাপার সাতটি সেন্টারের মধ্যে দুটি থেকে কোনও তথ্য পাওয়া যায়নি। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অ্যাপে দেখাচ্ছে, সেগুলো ইনঅ্যাক্টিভ। সেগুলো হল ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ফোর্ট উইলিয়াম। গত কয়েকদিনে দেখা গিয়েছিল, এই দুটি সেন্টারেই বারবার একিউআই বিপদ সীমা অতিক্রম করেছে। গতমাসে বেশ কয়েকদিন ভিক্টোরিয়া এলাকার একিউআই ‘রেড জোন’-এ চলে গিয়েছিল। পরিবেশ কর্মীরা কটাক্ষ করে বলছেন, আসলে গণনা বন্ধ করে দিয়ে একিউআই লোকানোর পরিকল্পনা করা হচ্ছে।
শহরের বাকি পাঁচটি সেন্টার যাদবপুর, রবীন্দ্রভারতী, রবীন্দ্রসরোবর, বালিগঞ্জ ও বিধাননগরে এদিন একিউআই দেখা গিয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রে খবর, শহরের একিউআই মাপার বিষয়টি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দেখে। ফলত, এই বিষয়ে তাদের কোনও ধারণা নেই। তবে সেই আধিকারিক বলছিলেন, ৭টার মধ্যে দুটি বন্ধ থাকলে অবশ্যই শহরের সঠিক একিউআই আসবে না। গুরুত্বপূর্ণ বিষয় হল, শহরের মূলত তিনটি এলাকায় যাদবপুর, ভিক্টোরিয়া ও ফোর্ট উইলিয়ামের একিউআই ভালো থাকে না। রহস্যজনক ভাবে তার মধ্যে দুটি যন্ত্র এদিন কাজ করল না। এদিন কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী শহরের একিউআই ছিল ২১৩, যা মোটেই নিশ্বাস নেওয়ার জন্য সুখকর নয়। এদিন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্রকে ফোনে পাওয়া যায়নি। তাঁকে হোয়াটসঅ্যাপ করা হলেও, তিনি নিরুত্তর থেকেছেন। এদিকে গোটা বিষয়টি মোটেই ভালো চোখে দেখছেন না পরিবেশ কর্মী নব দত্ত। তিনি বলছেন, ‘আমরা বারবার বলছি, শহরের যা জনসংখ্যা সেই তুলনায় একিউআই মাপার যন্ত্র কম। তার মধ্যে দুটো অকেজো। এগুলো আর কিছুই নয়, যাতে সঠিক একিউআই জানা না যায় তারই প্রচেষ্টা। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কার্যত শীতঘুমে চলে গিয়েছে।’