• যোধপুর পার্কে নয়া বুস্টার পাম্পিং স্টেশন, মিলবে গার্ডেনরিচের জল
    বর্তমান | ০৫ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গোটা অঞ্চলের কোনও বাড়িতেই পৌঁছয় না পুরসভার সরবরাহ করা পরিস্রুত পানীয় জল। ভূগর্ভস্থ জলে তৃষ্ণা মেটানো থেকে শুরু করে যাবতীয় কাজ করতে হয়। শহরের অন্যতম অভিজাত এলাকা যোধপুর পার্ক অঞ্চলের একাংশে পরিস্রুত পানীয় জলের দাবি বহু বছর ধরেই করছেন বাসিন্দারা। এবার সেখানে তৈরি হচ্ছে নতুন বুস্টার পাম্পিং স্টেশন। যা যোধপুর পার্ক এলাকার ৯৩ নম্বর ওয়ার্ডের তিনটি অঞ্চলের বাসিন্দাদের জল জোগাবে। এই কাজে খরচ হবে প্রায় পাঁচ কোটি টাকা।

    রহিম ওস্তাগর রোড, গোবিন্দপুর ও দাসনগর, এই তিন এলাকায় গার্ডেনরিচের পরিস্রুত পানীয় জল সরবরাহ হয় না। তিনটি গভীর নলকূপের মাধ্যমে এই এলাকায় জল দেওয়া হয়। জানা গিয়েছে, এখানে রয়েছে ১৫ হাজারেরও বেশি বাসিন্দা। স্থানীয় বাসিন্দা কমল আঢ্য বলেন, ‘ভালো’ জলের দাবি দীর্ঘদিনের। কয়েক দশকের সেই দাবি অবশেষে মিটতে চলেছে। পরিস্রুত পানীয় জল মিলবে। আয়তন মিশ্রিত জল খেতে হবে না। পানীয় জলের জন্য টাকা খরচ হবে না। 

    যোধপুর পার্ক বাজার সংলগ্ন রহিম ওস্তাগর রোডে পুরসভার একটি পুরোনো জলাধার রয়েছে। যেটি অনেক দিন ধরেই বন্ধ। সেখানেই তৈরি হচ্ছে নতুন বুস্টার পাম্পিং স্টেশন এবং জলাধার। ৯ লক্ষ ৯ হাজার ২১৮ লিটার পানীয় জল সরবরাহ করা হবে প্রতিদিন। যা আসবে গার্ডেনরিচ জলপ্রকল্প থেকে। স্থানীয়দের অভিযোগ, গার্ডেনরিচের জলের দাবি বহু বছরের। আগে যিনি কাউন্সিলার ছিলেন তাঁকেও বহুবার বলা হয়েছে। কিন্তু কোনও উপকার হয়নি। এত বছরের অপেক্ষা শেষ হতে চলেছে। স্থানীয় বাসিন্দা এবং ৯৫ পল্লি পুজো কমিটির সভাপতি বিজয় দত্তের কথায়, ‘কয়েক দশকের দাবি ছিল। এখন আব মাটির তলার জল খাওয়া যায় না। আর্সেনিক রয়েছে। সেখানে গার্ডেনরিচের পরিস্রুত জল পেলে সকলেরই ভালো হবে।’ ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মৌসুমী দাস বলেন, ‘চারবছর আগে যখন এই অঞ্চলে ভোটপ্রচারে এসেছিলাম তখন সকলে একটাই দাবি করেছিলেন, গার্ডেনরিচের জল চাই। মেয়র ফিরহাদ হাকিমকে ধন্যবাদ। তিনি পাশে না থাকলে এত বড় কাজ করা যেত না। এলাকাবাসী ভালো মানের জল পাবেন। এত বছরের দাবি পূরণ হতে চলেছে। আশা করছি বছর খানেকের মধ্যেই এই পাম্পিং স্টেশন চালু করে গার্ডেনরিচের জল সরবরাহ করা যাবে।’
  • Link to this news (বর্তমান)