• Breaking News Live: ‘টক টু মেয়র’ কর্মসূচিতে যোগ দেবেন ফিরহাদ, শুনবেন শহরবাসীর সমস্যার কথা
    এই সময় | ০৫ ডিসেম্বর ২০২৫
  • কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচিতে যোগ দেবেন ফিরহাদ হাকিম। শুক্রবার বিকেলে শহরবাসীর বিভিন্ন সমস্যার কথা শুনবেন তিনি। এর পরে সাংবাদিক বৈঠক করারও কথা রয়েছে তাঁর।

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার সকালে তাঁদের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এর পরে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। পরে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে যোগ দেবেন।

    শুক্রবার আকাশ পরিষ্কার থাকবে। ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও বেলা গড়ালেই রোদ উঠবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

  • Link to this news (এই সময়)