• মোদী-পুতিন বৈঠক, FIFA বিশ্বকাপের ড্র, শুক্রবার কোন খবরে নজর?
    এই সময় | ০৫ ডিসেম্বর ২০২৫
  • শুক্রবার সকালে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পরে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি। একাধিক দ্বিপাক্ষিক বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হতে পারে। দিনভর নজর থাকবে।

    ৪ ডিসেম্বরের মধ্যেই SIR-এর প্রথম পর্যায়ের কাজ শেষ করার কথা ছিল। তবে এক সপ্তাহ সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। ফর্ম ডিজিটাইজ়েশনের কাজ কতদূর এগোচ্ছে, সেই দিকে নজর থাকবে।

    বিশ্ব জুড়ে পালিত হবে ‘ওয়ার্ল্ড সয়েল ডে’। খাদ্য নিরাপত্তায় মাটির গুরুত্বপূর্ণ ভূমিকা (আমাদের ৯৫% এরও বেশি খাদ্য মাটি থেকে আসে) রয়েছে। বাস্তুতন্ত্রের কার্যকারিতা, জল পরিশোধন, জীববৈচিত্রের জন্য বিশুদ্ধ মাটির প্রয়োজন রয়েছে। সেই কথা স্মরণ করাতেই এই দিন নানা সেমিনার, অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র শারীরিক অবস্থা সঙ্কটজনক। বৃহস্পতিবারই তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে লন্ডনে পাঠানোর কথা ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে সেটা হয়নি বলে জানা গিয়েছে। শুক্রবার তাঁকে লন্ডন নিয়ে যাওয়া হবে? নজর থাকবে।

    ২০২৬ সালের FIFA বিশ্বকাপের ড্র আয়োজিত হবে আজ। ভারতীয় সময়ে রাত সাড়ে ১০টার সময়ে আমেরিকার জন এফ কেনেডি স্টেডিয়ামে আয়োজিত হবে ড্র। বিশ্বকাপে কোন দল কোন গ্রুপে থাকবে সেটা জানা যাবে এই ড্র থেকে।

  • Link to this news (এই সময়)