• জঙ্গলে পিকনিকে নিষেধাজ্ঞা জারি, ক্যাম্প করে আটকাবে বন দপ্তর
    এই সময় | ০৫ ডিসেম্বর ২০২৫
  • এই সময়, বালুরঘাট: এ বারেও নিজেদের অধীনে থাকা জঙ্গলে পিকনিকের উপর নিষেধাজ্ঞা জারি করল বন দপ্তর। এ বছর বাড়তি নজরদারি ও প্রচার করা হবে বলে খবর। পিকনিক নিষেধাজ্ঞার পোস্টার লাগানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

    পাশাপাশি মাইকে প্রচারও শুরু করা হচ্ছে। এ ছাড়াও জঙ্গলের পিকনিক স্পটগুলিতে বন দপ্তর ও পুলিশ যৌথ ভাবে ক্যাম্প করে নজরদারি চালাবে। বালুরঘাটে রয়েছে ডাঙ্গা ও দোগাছি ফরেস্ট। তপনে রয়েছে পাহাড়পুর ও গোফানগর ফরেস্ট। কুমারগঞ্জে রয়েছে কুমারগঞ্জ ফরেস্ট। বিগত দিনে এই সব বনে পিকনিকে ভিড় উপচে পড়ত।

    অভিযোগ, তারস্বরে ডিজে বাজানোর পাশাপাশি অপরিষ্কার রাখা হতো জঙ্গল। ফলে জীবজন্তু সমস্যায় পড়ত। সেই কারণে সেখানে পিকনিকের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। এ বিষয়ে বালুরঘাটের বাসিন্দা দেব প্রামাণিক, ম্যাক্স রায় বলেন, 'গত কয়েক বছর ধরে ফরেস্টগুলিতে পিকনিক করতে দেওয়া হয় না। এখন পিকনিক করতে ডাঙ্গি বাদে আর কোনও জায়গা নেই। প্রশাসনকে এই বিষয়টি দেখা দরকার।'

    বালুরঘাট বন দপ্তরের রেঞ্জার তাপস কুণ্ডু বলেন, 'দপ্তরের অধীনে থাকা ফরেস্টগুলিতে কোনও ভাবেই পিকনিক করা যাবে না। এ নিয়ে আমরা পোস্টার লাগাব। পিকনিকের মরশুমে আমাদের কর্মী ও পুলিশ যৌথ ভাবে নজরদারি চালাবে।'

  • Link to this news (এই সময়)